লিউকাং প্রাচীন গ্রাম
লিউকাং নামের প্রাচীন গ্রামটি মধ্য চীনের চিয়াংশি প্রদেশের ফুচৌ শহরের লোআন জেলায় অবস্থিত। লিউকাং প্রাচীন গ্রামটি প্রায় দশম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। এর ইতিহাস এক হাজার বছরেরও বেশি। লিউকাং গ্রামের আয়তন প্রায় ৪ বর্গকিলোমিটার। বিভিন্ন রাজবংশের ৫০০টিরও বেশি স্থাপত্য এখানে রয়েছে।
গ্রামের পশ্চিম দিকে চোংইউয়ান নামে একটি ভবন আছে। এ ভবনটি ৮০০ বছর আগের দক্ষিণ সোং রাজবংশের সময় নির্মিত হয়। কাঠ দিয়ে তৈরী প্রাচীন দেয়াল , দেবতার পীঠস্থান ও পূজাবেদী মানুষের মনে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করে। এখন এই ভবনে সাধারণ লোকজন থাকেন। লিউকাং গ্রামের অধিবাসীদের মধ্যে অধিকাংশেরই বংশীয় নাম তোং।
চোংইউয়ান টুপি
গ্রামবাসী তোং সুয়ে শাং চল্লিশ বছর ধরে চোংইউয়ান ভবনে থাকেন। ১৩ বছর বয়সে তিনি হস্তশিল্প শিখেছেন। বহু বছরের গবেষণার পর তিনি লিউকাং গ্রামের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত অনেক হস্তশিল্প তৈরি করেছেন। যেমন চোংইউয়ান টুপি। এ টুপি তৈরি করতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগে। একটি টুপির দাম ২০০ ইউয়ান রেনমিনপি। অনেক পর্যটক টুপি পড়ে ছবি তুলতে পছন্দ করেন। মিঃ তোং বলেছেন, "কেবল লিউকাং গ্রামেই চোংইউয়ান টুপি আছে। আমি পর্যটকদের ছবি তোলার জন্য এ টুপি তৈরি করি। যাতে তারা এখান থেকে ফিরে যাবার পর লিউকাং গ্রামের একটি সুখময় স্মৃতি মনে রাখতে পারে। অনেক হংকংবাসী ও তাইওয়ানবাসী এ টুপি কেনেন। তাঁরা এ ধরনের প্রাচীন জিনিস খুব পছন্দ করেন।"
গ্রামের ছোট-বড় রাস্তা সবই নূড়ি দিয়ে বানানো। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে রয়েছে বড় আকারের প্রাচীন স্থাপত্যগুলো। গ্রামের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রাচীনকালের শিক্ষাপ্রতিষ্ঠান বেশি। ছোট বড় ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামের চার দিকে ছড়িয়ে রয়েছে। তা থেকে বুঝা যায় যে, অতীতে এখানকার মানুষ সাংস্কৃতিক শিক্ষাদানের ওপর গুরুত্ব আরোপ করেছিল। চীনাদের মধ্যে প্রচলিত "একটি পরিবারের পাঁচ জন একই সঙ্গে সরকারী ডিগ্রি পান" নামক কাহিনী এই গ্রাম থেকে ছড়িয়েছে। গ্রামবাসী তোং শান চি জানিয়েছেন, "১০৩৪ সালে অর্থাত্ সোং রাজবংশের সময় এই গ্রামের তোংশু, তোং শিদাও, তোং শিদে, তোংদিং ও তোং ঈ ছিলেন একই পরিবারের সদস্য। তাদের সম্পর্ক বাবা ও ছেলে, ভাই-ভাই বা কাকা ও ভগ্নীপুত্র। তাঁরা একই দিনে সরকারী পরীক্ষা পাশ করে ডিগ্রি পান। এ ঘটনা তত্কালীন সারা দেশকে তোলপাড় করেছিল।"
লিউকাং প্রাচীন গ্রামে "পেইচিংয়ের শীতকালীন রাজপ্রাসাদ" নামে একটি পর্যটন স্থান রয়েছে। তা হচ্ছে তোং পরিবারের গোষ্ঠী নির্মিত হল। এর আয়তন ৭০০০ বর্গমিটার। লিউকাং গ্রামের ৩৬০ বছরের ইতিহাস সম্পন্ন বৃহত্তম প্রাচীন স্থাপত্য এখানেই ছিল। তবে পরিতাপের ব্যাপার হলো ১৯২৭ সালে সেই স্থাপত্য অগ্নিকান্ডে বিধ্বস্ত হয়েছে। এখন কেবল গ্র্যানাইট পাথর দিয়ে তৈরি পাঁচটি বিরাট স্তম্ভ আগের মতো দাঁড়িয়ে আছে। তা ছাড়া আরো দুটি লাল রংয়ের মূল্যবান পাথর দিয়ে তৈরি সিংহ ধ্বংসাবশেষের ওপরে রয়ে গেছে।
কেবল লিউকাং গ্রামের স্থাপত্য, গাছগাছড়া, নদনদী ও রাস্তার মাধ্যমেই প্রাচীনকালের ভাব অনুভব করা যায় তাই নয়, বরং এখানকার অধিবাসীদের জীবনযাপনের পদ্ধতির মাধ্যমেও প্রাচীনকালের অবস্থা সম্পর্কে জানা যায়। গ্রামে প্রায়শই কয়েক জন বৃদ্ধা একসাথে তামার মুদ্রা দিয়ে তৈরী কার্ড খেলেন। এ খেলা তোং পরিবারে লিউকাং গ্রাম প্রতিষ্ঠার সময় থেকেই চলে আসছে।
লিউকাং গ্রামবাসীদের খাওয়া ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের ওপরও প্রাচীনকালের কিছুটা প্রভাব রয়ে গেছে। যেমন প্রায় ৭০ বছর বয়স্ক একজন বৃদ্ধার তৈরি শুকনো বিন-কার্ড, এই গ্রামের বৈশিষ্ট লবণাক্ত মাছ, গ্রামবাসী শিয়ে সিয়াও ইয়ংয়ের তৈরি সুন্দর ঐতিহ্যিক মোমবাতিসহ বিভিন্ন পণ্য খুব জনপ্রিয় ।
বন্ধুরা, লিউকাং গ্রামে যেতে চাইলে চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানচাং থেকে বাস করে ফুচৌ, লোআন পার হয়ে লিউকাং গ্রামে পৌঁছা যায়। টিকিটের মূল্য মাত্র ৫০ ইউয়ানের মতো। যদি পর্যটকরা লিউকাং গ্রামে কিছু দিন থাকতে চান, তাহলে স্থানীয় হোটেলে থাকতে পারেন। সেখানের অধিকাংশ হোটেলের ভাড়া প্রতি দিন ১২০ ইউয়ান করে।
|