জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো ২১ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইসের সংগে এক টেলিফোন আলাপে উত্তর কোরিয়া সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের কাছে উত্তর কোরিয়াকে এই কথা অবহিত করার অনুরোধ জানিয়েছেন যে , জাপান উত্তর কোরিয়ার সংগে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক ।
জাপানের জিজি বার্তা সংস্থার খবরে প্রকাশ , আসো মার্কিন পক্ষের প্রতি উত্তর কোরিয়ার কাছে জাপান-উত্তর কোরিয়া পিয়ংইয়ং ঘোষণা অনুসারে দু দেশের কূটনৈতিক সম্পর্কের স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা শুরু করার ইচ্ছা অবহিত করার অনুরোধ জানিয়েছেন ।
রাইস বলেছেন , যুক্তরাষ্ট্র অবশ্যই উত্তর কোরিয়ার সংগে আলোচনার সময় জাপান-উত্তর কোরিয়া সম্পর্কের সমস্যার উল্লেখ করবে । তিনি আরো বলেন , জাপানকে হিলের উত্তর কোরিয়া সফরের ফলাফল জানানোর জন্যে হিল উত্তর কোরিয়া সফরের পর আবারো জাপান সফরে যাবেন ।
|