সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোং ২০ জুন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রনব মুখার্জীর সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা দু'দেশের সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে রাজী হয়েছেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লি সিয়েন লোং এবং মুখার্জী সাক্ষাত্কালে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক ও দক্ষিণ এশীয় অঞ্চলের পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। লি সিয়েন লোং আশা করেন, ভারত অব্যাহতভাবে পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের নীতি পালন করবে। তিনি মনে করেন, এই যোগাযোগ দু'পক্ষের জন্যে আরো বেশী কল্যাণ রয়ে আসবে।
মুখার্জী বলেন, ভারত সিঙ্গাপুরকে তার পূর্বের সম্মুখীন নীতির কেন্দ্র হিসেবে নির্ধারণ করার বিষয়টি বিবেচনা করছে।
|