এশিয়া-ইউরোপ সম্মেলন এ.এস.ই.এম-এর উদ্যোগে বিভিন্ন বিশ্বাসীদের মধ্যে তৃতীয় সংলাপ ২১ জুন চীনের নানচিং শহরে শেষ হয়েছে এবং "নানচিং বিবৃতি" গৃহীত হয়েছে।
সম্মেলনে এশিয়া-ইউরোপ সম্মেলনের সদস্যদের উদ্দেশ্যে সামাজিক ব্যবস্থা, উন্নয়নের পথ ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো, বিশ্বায়নের চ্যালেঞ্জ মিলিতভাবে মোকাবেলা করার আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে নানা ধরণের সন্ত্রাস প্রতিরোধ ও দমন, সন্ত্রাসবাদের সঙ্গে বিশেষ জাতি ও ধর্মকে সংযুক্তি বিরোধিতা করার উপর জোর দেয়া হয়েছে। সম্মেলনে জোর দিয়ে বলা হয় যে, সহস্রাব্দীর উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে, দারিদ্র্য নির্মূল করা, উন্নয়ন ত্বরান্বিত করা এবং অভিন্ন সমৃদ্ধ অর্জন খুব গুরুত্বপূর্ণ। সম্মেলনে সদস্যদের প্রতি সাংস্কৃতিক আদান-প্রদান ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়।
|