v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-21 16:09:47    
দোহা রাউন্ড আলোচনায় চীন অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবেঃ চীনের বাণিজ্য মন্ত্রী

cri
    চীনের বাণিজ্য মন্ত্রী পো সি লাই ২০ জুন পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে দোহা রাউন্ড আলোচনার ব্যাপারে গঠনমূলক ভূমিকা পালন করবে। তিনি এ আলোচনা সাফল্যের সঙ্গে শেষ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

    তিনি সফররত বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব পাস্কাল লামির সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, দোহা রাউন্ড আলোচনা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করবে। এর ফলে উন্নয়নশীল দেশগুলোর সদস্যরা বেশি উপকৃত হবে। একই সঙ্গে এ আলোচনা বিশ্বে উন্মুক্তবাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত করা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সদস্যদের সংশ্লিষ্ট বাজারে যোগদানের সুযোগ দেয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।

    পো সি লাই জোর দিয়ে বলেছেন, চীন হচ্ছে মোট ৭০ কোটিরও বেশি কৃষক সমৃদ্ধ বিপুল লোকসংখ্যার একটি উন্নয়নশীল দেশ। এ জন্য কৃষি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশের পর, চীনের দেয়া প্রতিশ্রুতির বিষয় অনুযায়ী ব্যাপকভাবে দেশের কৃষি শিল্পপ্রতিষ্ঠানের বিশ্বমুখীনতার ক্ষেত্র সম্প্রসারণ করেছে। এ আলোচনার মাধ্যমে চীনের উচিত কিছু কিছু কৃষি পণ্যের ওপর বিশেষ গুরত্ব দেয়ার ব্যাপারে নিশ্চয়তা পাওয়া। এটিও দোহা রাউন্ড উন্নয়ন প্রস্তাবের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর সদস্য দেশের কিছু কিছু কৃষি পন্যের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেয়ার সংশ্লিষ্ট মর্মের সঙ্গে সম্পর্কিত।

    লামি বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর, বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। দোহা রাউন্ড আলোচনায় চীন সক্রিয়ভাবে নিজের অভিমত ব্যাখ্যা করেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাসচিব বিভাগ তার প্রশংসা করেছে।