২০ জুন মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী এবং কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফার হিল টোকিও-তে বলেছেন, কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক জুলাই মাসে পুরনায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে হিল আরো বলেছেন, ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার সময় নির্ধারণ করার জন্য যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করবে।
এর আগে, হিল সংবাদ-মাধ্যমকে জোর দিয়ে বলেছেন, ম্যাকাও ডেল্টা এশিয়া ব্যাংকে উত্তর কোরিয়ার আটককৃত অর্থ সংক্রান্ত হস্তান্তর সমস্যা ইতোমধ্যে পুরোপুরি সমাধান করা হয়েছে।
|