সম্প্রতি চীনের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় দেশের ২৩টি প্রদেশকে নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার জন্য মোট ৯.৪ বিলিয়ন ইউয়ান ভর্তুকি দিয়েছে।
নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা অনুযায়ী চীনের গ্রামাঞ্চলে প্রত্যেক অংশগ্রহণকারী কৃষক ২০ শতাংশ অর্থ এবং স্থানীয় সরকার আরো ৮০ শতাংশ অর্থ দেয়। এভাবে একটি সহযোগিতামূলক চিকিত্সা তহবিল গড়ে তলা হচ্ছে। প্রত্যেক অংশগ্রহণকারী কৃষক রোগে আক্রান্ত হলে সহযোগিতামূলক চিকিত্সা তহবিল থেকে তার চিকিত্সা ব্যয় বহন করা হয়।
এ বছর মার্চ মাস পর্যন্ত, নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সার ব্যবস্থায় অংশগ্রহণকারীদের সংখ্যা হয়েছে ৬৮.৫ কোটি। তা সারা দেশের কৃষকদের ৭৯ শতাংশ । চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামি বছর নতুন ধরণের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা গ্রামাঞ্চলে পুরোদমে চালু হবে।
|