v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-21 16:02:52    
কার্বন-ডাই-অক্রাইড নিঃসরণ বৃদ্ধির সমস্যায় চীনকে নিন্দা করার ব্যাপারে কোন যৌক্তিকতা নেইঃ ব্রিটিশ কর্মকর্তা

cri
    ২০ জুন " বি.বি.সি" সূত্রে জানা গেছে, ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত সমস্যা সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জোন আশ্টন বলেছেন, নিঃসরণের নিয়ন্ত্রণ এবং জ্বালানীসম্পদের ব্যবহারের ক্ষেত্রে চীন অনেক প্রচেষ্টা চালিয়েছে। বিশ্বের কার্বন-ডাই-অক্রাইড নিঃসরণ বৃদ্ধি সমস্যায় চীনকে নিন্দা করার ব্যাপারে কোন যৌক্তিকতা নেই।

    সম্প্রতি তাঁর চীন সফর শেষ হয়েছে। তিনি " বি.বি.সি"-কে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চীন আবহাওয়ার পরিবর্তন মোকাবিলার নীতিমালা ইতিমোধ্যেই নির্ধারণ করেছে। যাতে অব্যাহতভাবে নিঃসরণের নিয়ন্ত্রণ ও জ্বালানীসম্পদের ব্যবহারের ক্ষেত্রে উন্নয়ন জোরদার করা যায়। একই সঙ্গে তিনি বলেছেন, চীনা অধিবাসীদের মাথাপিছু কার্বন-ডাই-অক্রাইড নিঃসরণের পরিমাণ উন্নত দেশগুলোর চেয়ে অনেক নিচে রয়েছে।

    জানা গেছে, ব্রিটেনের " গ্রিন পিস ইন্টারন্যাশনাল"-এর একজন প্রধান কর্মকর্তা মনে করেন , চীনে কার্বন-ডাই-অক্রাইড নিঃসরণ বৃদ্ধির ব্যাপারে যুক্তরাষ্ট্র, ই ইউ এবং জাপানসহ দেশগুলোর যথাযথ দায়িত্ব পালন করা উচিত। কিছু কিছু পশ্চিম দেশগুলোর চীনে কারখানা স্থাপন করেছে। এ জন্য এর সংশ্লিষ্ট গ্যাসের নিঃসরণের বিষয়টিও চীনে স্থানান্তর করা হয়েছে।