ভালবাসি তোমাকে তেমন করে
যেমন মাছ ভালবাসে নদীর পানি
ভালবাসি তোমাকে তেমন করে
যেমন ভ্রমর ভালবাসে বাগানের ফুল
ভালবাসি তোমাকে তেমন করে
যেমন সাগর ভালবাসে নদী
ভালবাসি তোমাকে তেমন করে
যেমন আকাশ ভালবাসে মেঘ
ভালবাসি তোমাকে তেমন করে
যেমন ভালবেসে ছিল মমতাজকে দিল্লীর শাহাজাহান
ভালবাসি তোমাকে তেমন করে
যেমন বঙ্গবন্ধু ভালবেসে ছিল বাংলাকে
ভালবাসি তোমাকে তেমন করে
যেমন জসিম উদ্দিন ভালবেসেছিল পল্লীকে
ভালবাসি তোমাকে তেমন করেই
শ্রোতারা যেমন ভালবাসে রেডিওকে।
---বাংলাদেশের রাজশাহী জেলার ওয়েভ হান্টার'স সমিতির মো: আব্দুল হামিদ।
|