ইস্রাইলের প্রতিরক্ষা বাহিনী ২০ জুন গাজা অঞ্চলে ৪ জন ফিলিস্তিনীকে হত্যা করেছে। এটি হচ্ছে গত সপ্তাহে হামাসের গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করার পর থেকে ফিলিস্তিনের সশস্ত্র শক্তির সঙ্গে প্রথম গুলি বিনিময়ের ঘটনা।
এদিন ইস্রাইলী বাহিনী কয়েকটি ট্যাংক চালিয়ে কিসুফিম চেক-পয়েন্টের কাছাকাছি সীমান্তে পার হয়ে গাজা অঞ্চলে প্রবেশ করে। তারা সশস্ত্র ব্যক্তিদেরকে গ্রেফতার করে এবং স্থানীয় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে গুলি বিনিময় করেছে। গুলি বিনিময়ে হামাসের দু'জন সশস্ত্র ব্যক্তি, জনগণ প্রতিরোধ কমিটির একজন সদস্য এবং অজ্ঞাতপরিচয় একজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।
অন্য খবরে জানা গেছে, ইস্রাইলী বাহিনী জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিন শহরের কাছাকাছি ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে গুলি বিনিময় করেছে এবং দু'জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে। নিহতরা হচ্ছেন জিহাদ এবং ফাতাহের সদস্য।
|