v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-20 20:30:14    
তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়নের প্রবণতা ভালোঃ সিয়াংপাপিংছুন

cri

    চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াংপাপিংছুন ২০ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়ন দ্রুত হচ্ছে। তিব্বতের কৃষক ও পশুপালকদের জীবনযাপনের মান স্পষ্টভাবে উন্নতি হয়েছে। এখন হচ্ছে তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে দ্রুত এবং জনগণের পাওয়া সুযোগ-সুবিধা সবচেয়ে ভাল সময়।

    তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। এর আয়তন প্রায় ১২ লাখ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২৮ লাখ ১০ হাজার। এর মধ্যে অধিকাংশই হচ্ছেন তিব্বতী জাতি। তিব্বতের সমুদ্রতল থেকে গড়পরতা উচ্চতা হচ্ছে ৪০০০ মিটারেরও বেশি। প্রাকৃতিক পরিবেশ অতি খারাপ। ১৯৪৯ সালে চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আগে তিব্বতের আর্থ-সামাজিক অবস্থা খুব অনুন্নত , জনসাধারণের জীবনযাপন অতি দরিদ্র ছিল।

    চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার তিব্বতের উন্নয়নে বলবত্ সমর্থন করেছে। কেন্দ্রীয় সরকার তিব্বতের উন্নয়নের অনুকূল ধারাবাহিক সুবিধাজনক নীতি ও ব্যবস্থা প্রণয়ন করেছে এবং তিব্বতের উন্নয়নের সমর্থনে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। এমন কি তিব্বত সরকারের ব্যয়ের প্রতি ১০ ইউয়ান রেনমিনপির মধ্যে নয় ইউয়ান কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ।

    তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াংপাপিংছুন বলেছেন, "২০০৬ সালে তিব্বত অঞ্চলের উত্পাদনের মোট মূল্য ছিল ২৯ বিলিয়ন ইউয়ান। একটানা ছয় বছর ধরে বৃদ্ধির হার ১২ শতাংশের ওপর বজায় রয়েছে। তিব্বতের মাথাপিছু জি ডি পি ১০ হাজার ইউয়ান রেনমিনপি ছাড়িয়েছে। বলা যায়, এখন হচ্ছে তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন সবচেয়ে দ্রুত এবং জনসাধারণের পাওয়া সুযোগ-সুবিধা সবচেয়ে ভাল সময়।"

    সিয়াংপাপিংছুন জানিয়েছেন, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার তিব্বতের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ এবং কৃষক ও পশুপালকদের জীবনযাপনের অবস্থা উন্নয়নের জন্য আরো ৭০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে। নিঃসন্দেহে এটা তিব্বতের উন্নয়নের জন্য আরো মজুবত ভিত্তি স্থাপন করবে।

     কেন্দ্রীয় সরকার তিব্বতের সংস্কৃতি সুরক্ষার জন্যও অনেক অর্থ দিয়েছে। যেমন পোতালা ভবনসহ বিশ্বের সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায় অন্তর্ভুক্ত ভবনগুলোর মেরামত ও সংরক্ষণের জন্য চীন বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। কেবল ২০০২ সালে চীন পোতালা ভবন, লোবুলিনকা ও সাচা মন্দিরের মেরামত প্রকল্পের জন্য ৩০ কোটি ইউয়ান রেনমিনপি ব্যয় করেছে।

    তিব্বতের ব্যাপক কৃষক ও পশুপালকরা হচ্ছেন কেন্দ্রীয় সরকারের তিব্বতে পুঁজি বিনিয়োগের প্রত্যক্ষ উপকারক। সিয়াংপাপিংছুন বলেছেন, "কেন্দ্রীয় সরকারের বরাদ্দ তিব্বতের সড়ক ও বিদ্যুত সমস্যা সমাধান করেছে। যার ফলে জনসাধারণ পরিষ্কার পানি পান করতে পারছে। সরকার কৃষক ও পশুপালকদের আবাসিক বাড়ি মেরামত করে। স্বাস্থ্যের ক্ষেত্রে তিব্বতে বিনা খরচে চিকিত্সা ব্যবস্থা চালু হয়েছে। শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের খাওয়া, থাকা ও শিক্ষার ফি মওকুফ করা হয়েছে। গত কয় দশক ধরে তিব্বতে কোন শুল্ক ছিলো না। জনসাধারণের ভার প্রায় শূন্য বলা যায়। কেন্দ্রীয় সরকারের বরাদ্দের মাধ্যমে জনগণের জীবনযাপনের মান অনেক উন্নত হয়েছে।"

    জানা গেছে, তিব্বতের স্থানীয় প্রাকৃতিক পরিবেশ খুব দুর্বল। ফলে তিব্বত অর্থনৈতিক্ উন্নয়নের ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করেছে। এখন তিব্বতে মোট ৩৮টি প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল নির্মাণ করা হয়েছে। এর মোট আয়তন ৪ লাখ বর্গকিলোমিটারের বেশি। সিয়াংপাপিংছুন বলেছেন, "তিব্বতের পরিবেশ কেবল তিব্বতের সমস্যা নয়, বরং গোটা দেশের সঙ্গে সম্পর্কিত। এমন কি বলা যায় যে, এটা গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত। ফলে কেন্দ্রীয় সরকার এর ওপর খুব গুরুত্ব দেয়। আমরা বংশপরম্পরায় এই মাটিতে বসবাস করি। সুতরাং আমরা নিজের চোখকে রক্ষা করার মতো এই মাটির প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবো।"