২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ এবং কৃষক ও পশুপালকদের উত্পাদন ও জীবন-যাপনের শর্ত উন্নয়নের জন্যে ৭৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পানকোগ ২০ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের সমর্থন ছাড়া তিব্বতের দ্রুত উন্নয়ন অসম্ভব। কেন্দ্রীয় সরকার তিব্বতের উন্নয়নের জন্যে ধারাবাহিক সুবিধাজনক নীতি প্রণয়ন এবং তিব্বতের উন্নয়নে পুঁজি বিনিয়োগ করেছে।
খবরে জানা গেছে, গত বছর তিব্বতের মোট উত্পাদন মূল্য ২৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপিতে পৌঁছেছে। ধারাবাহিক ছয় বছর ধরে ১২ শতাংশেরও বেশী প্রবৃদ্ধির গতি বজায় রয়েছে। মাথাপিছু জি.ডি.পি দশ হাজার রেনমিনপি ছাড়িয়ে গেছে।
|