এ বছরের ১ জুন পর্যন্ত বিশ্বে ১৫৬টি কনফুসিয়াস ইন্সটিটিউট ও ক্লাস চালু হয়েছে । এগুলো বিশ্বের ৫৪টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে রয়েছে ।
আন্তর্জাতিক ক্ষেত্রে চীনা ভাষা বিস্তার সংক্রান্ত জাতীয় নেতৃগ্রুপের মহাপরিচালিকা সুই লিন বলেছেন , এখন বিশ্বের ২০৫টি সংস্থা কনফুসিয়াস ইন্সটিটিউট ও ক্লাস চালু করার জন্যে দরখাস্ত করেছে । এ বছরের শেষ নাগাদ সারা পৃথিবীতে কনফুসিয়াস ইন্সটিটিউট ও ক্লাসের সংখ্যা দু শ'টিতে দাঁড়াবে বলে অনুমাণ করা হচ্ছে ।
সুই লিন বলেন , এখন পৃথিবীতে চীনা ভাষার হিড়িক পড়েছে । তিনি বলেন , চীনা ভাষাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে চালু করা কনফুসিয়াস ইন্সটিটিউটগুলো সাধারণত চীন ও অন্যান্য দেশের সহযোগিতায় চালানো হচ্ছে ।
তিনি আরো জানিয়েছেন , এ বছরের শেষ দিকে চীনের রাজধানী পেইচিংয়ে দ্বিতীয় বিশ্ব কনফুসিয়াস ইন্সটিটিউট সম্মেলন অনুষ্ঠিত হবে ।
|