চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান সিয়াংপাপিংছুন ২০ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ছিংহাই-তিব্বত রেলপথ তিব্বতের উন্নয়ন ত্বরান্বিত করেছে।
সিয়াংপাপিংছুন বলেছেন, ছিংহাই-তিব্বত রেলপথের নির্মাণ স্থানীয় পরিবহনের ব্যয় কমিয়েছে, তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর করেছে, তিব্বতের প্রধান সম্পদ উন্নয়নের ক্ষেত্রে লক্ষণীয় ভূমিকা পালন করেছে। তা ছাড়া ছিংহাই-তিব্বত রেলপথ তিব্বতের রুদ্ধদ্বার পরিস্থিতি পরিবর্তন করেছে এবং তিব্বত ও চীনের মূলভূভাগের যোগাযোগ জোরদার করেছে।
পরিবেশের ওপর ছিংহাই-তিব্বত রেলপথের প্রভাব সম্পর্কে সিয়াংপাপিংছুন বলেছেন, ধারাবাহিক প্রাকৃতিক সংরক্ষণ ব্যবস্থা চালানোর দরুণ গত প্রায় এক বছরে ছিংহাই-তিব্বত রেল লাইনের আশেপাশের পরিবেশের সুষ্ঠু তা বজায় রয়েছে।
|