সোলোভজেভ রাশিয়ার বৃহত্তম সংবাদ সংস্থা ইতার তাস সংবাদ সংস্থার সংবাদদাতা । ২০০৬সালের ২৮ জুন তিনি উত্তর চীনের মানচোলি এসেছেন। তখন মানচোলি ছিল চীন-রাশিয়া মৈত্রী যাত্রার প্রথম ধাপ । তখন থেকেই তিনি তাঁর ২০০৬ সালের রাশিয়ায় চীনের বর্ষ অনুষ্ঠানের রিপোর্ট লেখা শুরু করেছেন ।
সোলোভজেভ খুব আকর্ষণীয় ও ব্যক্তিত্ববান, যদিও একটু লাজুক , তবে চীন ও রাশিয়ার কথা বলার সময় তিনি অনেক কথা বলতে পারেন । তিনি বলেছেন , ছোটবেলায় যখন প্রথমবার চীনে আসেন , তখন থেকেই চীনকে পছন্দ করতেন । তখন থেকে তিনি একজন সাংবাদিক হয়ে বিশেষ করে চীনের খবর প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ।
সোলোভজেভের চোখে চীন একটি সুন্দর এবং প্রাণচঞ্চল দেশ । তিনি চীনের অনেক শহর ও অঞ্চলে গিয়েছেন । চীনের চমত্কার প্রাকৃতিক দৃশ্য ও অতিথিপরায়ন লোকজন তাঁকে গভীরভাবে আকর্ষণ করে । চীনকে আরো বেশি জানবেন তিনি মনে করেন তত চীন ও রাশিয়ার আরো বেশি বিনিময় ও যোগাযোগ গভীর হবে । তিনি বলেছেন
চীনকে উপলব্ধি করার মত লোকজন বেশি নেই । বিশেষ করে মস্কোয় । অনেকের মনে পুরোনো চীনের ছাপ রয়েছে । যেমন অনেক লোক শুধু জানে যে চীনে মহাপ্রাচীর আছে , চীনের লোকসংখ্যা অনেক বেশি এবং চীনের রোস্ট ডাক খুব সুস্বাদ্যু । তারা চীন সম্পর্কে এত কম জানে অবাক হওয়ার মত ।
তবে এ দিকে চীন ও রাশিয়ার পরস্পরের দেশে রাষ্ট্রীয় বর্ষের অনুষ্ঠানের আয়োজন দু'দেশের জনগণের জন্য পারস্পরিক উপলব্ধি বাড়ানোর মঞ্চ হয়েছে । সোলোভজেভ বলেছেন :
চীন-রাশিয়ার রাষ্ট্রীয় বর্ষ আয়োজনের এক সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল দু'দেশের জনগণের পারস্পরিক উপলব্ধি বাড়ানো । আমরা সাংবাদিক , দু'দেশের জনগণকে চীন ও রাশিয়া সম্পর্কিত আরো বেশি তথ্য জানানো আমাদের দায়িত্ব ।
সোলোভজেভের সাক্ষাত্কারে বিভিন্ন বিষয় উঠে এসেছে । তবে তিনি রাজনীতি ও অর্থনীতি বিষয়ে রিপোর্ট করতে সবচেয়ে বেশী পছন্দ করেন । তিনি মনে করেন , দু'দেশের সুষ্ঠু রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক যেমন দু'দেশের জন্য সহায়ক , তেমনি সারা বিশ্বের জন্যও তা সহায়ক হবে । তিনি মনে করেন , চীনের অর্থনৈতিক সংস্কার থেকে রাশিয়া অনেক কিছু শিখতে পারে । তিনি মনে করেন , স্থিতিশীলতা হল সংস্কারের ভিত্তি । (রি ৩)
রাশিয়ার জন্য আরো গুরুত্বপূর্ণ বিষয় কী ? তা হচ্ছে স্থিতিশীল সংস্কার । যেমন ব্যাংকের সংস্কার । চীন ধাপে ধাপে তা বাস্তবায়ন করেছে । চীনে একটি কথা আছে : ধাপে ধাপে নিজের লক্ষ্য বাস্তবায়ন কর । আমার মনে হয় তা খুব গুরতুপূর্ণ এবং সহায়ক ।
পাশা পাশি সোলোভজেভ মনে করেন , রাশিয়া চীন সরকারের সুষম সমাজ গড়ে তোলার প্রচেষ্টা শিখতে পারে । তিনি বলেছেন ( রি৪)
চীনের নেতৃবৃন্দগণের সুষম সমাজ গড়ে তোলার আচরণ আমি খুব পছন্দ করি । আমি মনে করি তা খুবই গুরুত্বপূর্ণ । সমাজের বিভিন্ন পর্যায়ের স্বার্থ মেটাতে হয় । ধনী হোক , দরিদ্র হোক , প্রত্যেকের জন্যই বিবেচনা করতে হয় । এখন পেইচিংয়ের জন্য সুষম সমাজ গড়া খুব বাস্তব একটি কাজ । সারা চীনের জন্য এর গুরুত্বপূর্ণ তাপর্য রয়েছে । আমি মনে করি রাশিয়ার সুষম গড়ে তোলার প্রয়োজনীয়তাওরয়েছে ।
গত বছর রাশিয়ায় চীন বর্ষ অনুষ্ঠানের পর চলতি বছর চীনে রাশিয়া বর্ষের উদযাপনী অনুষ্ঠান চলছে । তা দু'দেশের মৈত্রীও বাড়াবে । রাশিয়ার ১২টি তথ্য মাধ্যমের বিশ জনের একটি প্রতিনিধিদল চীনে একমাসব্যাপী চীনের উন্নয়ন ও জনগণের জীবনযাপন সম্পর্কিত সাক্ষত্কার শুরু করেছে । তবে একটি একসিডেটের কারণে সোলোভজেভ এ সাক্ষাত্কার অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি । তিনি বলেছেন , তিনি তাদের দলে যোগ দিয়ে রাশিয়ায় চীন সম্পর্কিত আরো বেশি চমত্কার রিপোর্ট প্রকাশ করতে খুবই আগ্রহী । আমি আশা করি সোলোভজেভের আহত অবস্থা তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে ।
|