সিঙ্গাপুর ও ভারত সরকার ১৯ জুন একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী , দু'দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি প্রতিষ্ঠিত হবে, যাতে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদার হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং রোং ওয়েন বলেছেন, ইতিহাস ও সংস্কৃতি সিঙ্গাপুর ও ভারতকে ঘনিষ্ঠভাবে সংযোজন করেছে। ভবিষ্যতমুখী যুগে দু'দেশের এই সংযোজন আরো গুরুত্বপূর্ণ হয়েছে। সিঙ্গাপুর মনে করে, এশিয়ার শান্তি রক্ষা করা এবং এশিয়ার উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ভারত আরো বিরাট ভুমিকা পালন করবে।
ইয়াং রোং ওয়েন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে যৌথভাবে ঘোষণা করেছেন যে, সিঙ্গাপুর ও ভারতের কৌশলগত সংলাপ ফোরাম প্রতিষ্ঠিত হবে। দু'পক্ষ প্রতি বছর একবার করে কৌশলগত সংলাপ ফোরাম আয়োজনের পরিকল্পনা করেছে। তারা বিভিন্ন মহলের খ্যাতিমান ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে সিঙ্গাপুর ও ভারতের কৌশলগত ক্ষেত্রের সহযোগিতা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করবেন।
|