v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-19 19:11:16    
অভিনেতা ইয়ু এন থাই

cri
    ৮০টি ধারাবাহিক টিভি নাটক "উ লিন ওয়াই চুয়ান" অর্থাত "অসিবিদের গল্প" সম্প্রতি চীনে খুবই জনপ্রিয় উঠেছে। এতে লুই সিউ ছাই চরিত্রে অভিনেতা ইয়ুন এন থাই খুবই চমত্কার অভিনয় করেছেন। পরে "আন লিয়েন থাও হুয়া ইয়ুয়ান" নামক একটি প্রেমের নাটকে তিনি খুব সফলভাবে "লাও থাও" চরিত্র অভিনয় করেছেন। তাকে পছন্দ করা দর্শকরা তার জন্য পাগল হয়েছে।

    তিনি তার অনুরাগীদের জন্য একটি নাম রেখেছেন। তা হলো "ইয়ু ছি", মানে ইয়ু এন থাইয়ের জন্য পাগল হওয়া। ইয়ু এন থাই বলেছেন:

    "ইয়ু ছি'র নাম একটি বিশেষ নাম। আমি জানি না যে একটি টিভি নাটকে যোগ দেয়ার পর এতো লোক আমার উপরে দৃষ্টি রাখতে শুরু করে। তাদের জন্য আমি একটি নাম রাখতে চাই। তারপর এই নাম ধরেছি। সত্যি তাদের সমর্থনের জন্য আমি খুব মুগ্ধ হয়েছি।"

    ইয়ু এন থাইর বয়স মাত্র ৩০ বছর হলেও তিনি একজন জ্ঞানী লোক। ১৯৯৯ সালে তিনি শাংহাই নাটক একাডেমি থেকে স্নাতক ডিগ্রী নিয়েছেন। ২০০২ সালে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ পেয়ে নাটকে অভিনয় শেখেন। ২০০৫ সালে শাংহাই নাটক একাডেমি থেকে অভিনয় বিষয়ক মাস্টার ডিগ্রী নেন। ২০০৬ সালে কেন্দ্রীয় নাটক একাডেমি থেকে পরিচালক বিষয়ক ডক্টরেট ডিগ্রী নিয়েছেন। অনেক বছরের পড়াশোনা ও চর্চার মাধ্যমে তিনি অভিনয় ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন।

    "আন লিয়েন থাও হুয়া ইয়ুয়েন" অর্থাত থাও হুয়া ইয়ুয়েনে আমার প্রেম হয়, এই নাটকে ইয়ু এন থাই সাফল্যের সঙ্গে একজন বিষন্ন জেলের চরিত্র অভিনয় করেছেন। একজন দর্শক তার অভিনয় দেখে বলেছেন, তার ভঙ্গুরতা দেখে আমার হৃদয় ভেঙ্গে গেছে।

    ইয়ু এন থাই তার অভিনয় উন্নত করার জন্য প্রতিবার অভিনয় শেষে অন্য অভিনেতাদের সঙ্গে নাটকটির উন্নয়ন করার জন্য আলোচনা করেন। ইয়ু এন থাই বলেছেন:

    "আমি চিন্তাও করতে পারি না যে আমি এই নাটকে অভিনয় করার সুযোগ পেয়েছি। শাংহাই নাটক একাডেমিতে শুধু সব চেয়ে ভাল ছাত্র এই নাটকে অংশ নিতে পারে। এখন আমি এতে অংশ নিয়েছি, সেটা হলো খুব গৌরবের ব্যাপার।"

    এই নাটকে দর্শকরা আনন্দও পায় এবং যন্ত্রনাও পায়। যেমন লাও থাও এই চরিত্র, দর্শকরা তার জন্য মাঝে মাঝে হাসে মাঝে মাঝে কাঁদে। এই নাটকে অভিনয়ের পর কমেডি নিয়ে ইয়ু এন থাইয়ের আরো গভীর ধারণা গড়ে উঠেছে।

    "আমি মনে করি কমিডিয়ানের জীবনে অবশ্যই কিছু অজানা গোপন বিষয় আছে। চমত্কার কমিডিয়ানের জীবনে সাধারণত ট্রেজিডি বেশি। যেমন চার্লি চেপলিন, তার জীবনে অনেক দুঃখ আছে। দর্শকরা মনে করেন কমিডিয়েনরা নিশ্চয় সব সময় হাশিখুশি থাকে। আসলে তারা সাধারণ মানুষের চেয়ে আরো সেন্সেটিভ। যাতে তাদের অভিনয় দর্শকরা গ্রহন করে।"

    অভিনয় ছাড়া, ইয়ু এন থাই বই পড়া খুব পছন্দ করেন। তিনি বিদেশের কিছু বিখ্যাত নাটক অনুবাদ করেছেন। তিনি উইলিয়াম শেকস্পিয়ারের "হ্যামলেটের" অনেক অংশ আবৃত্তি করতে পারেন। নাটক অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করেন। তার উপস্থাপনা দর্শকরা খুব পছন্দ করেন।