চীনের জাতীয় প্রাচীন পুথিপত্র সংরক্ষণ কেন্দ্র ২৫ মে পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়েছে । এই কেন্দ্র চীনের প্রাচীন পুথিপত্র সংরক্ষণ , পুথিপত্র পুনরানয়ন ও পুথিপত্র পুনরানয়ন কর্মী প্রশিক্ষণের কাজ পরিচালনা করবে ।
জানা গেছে , সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার প্রাচীন পুথিপত্র সংরক্ষণ পরিকল্পনা তৈরী করেছে এবং প্রাচীন পুথিপত্রের ছবি তুলে প্রকাশসহ নানা ব্যবস্থা নিয়ে ক্ষতিগ্রস্ত প্রাচীন পুথিপত্র সুরক্ষার প্রচেষ্টা চালাচ্ছে । তবে অনেক প্রাচীন পুথিপত্র দেশের বিভিন্ন স্থানের গ্রন্থাগারে বিক্ষিপ্তভাবে সংরক্ষিত রয়েছে বলে নবপ্রতিষ্ঠিত প্রাচীন পুথিপত্র সংরক্ষণ কেন্দ্র চীনের প্রাচীন পুথিপত্র জরীপের কাজ চালাবে এবং জরীপের ভিত্তিতে চীনের দূলর্ভ প্রাচীন পুথিপত্রের নামের তালিকা তৈরী করবে।
**চীনের শিশুদের ইংরেজ শিক্ষা ফোরাম পেইচিংয়ে শুরু
চীনের শিশুদের ইংরেজ শিক্ষা ফোরাম ২৫ মে পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের একটি শিশু শিক্ষা গবেষনা কেন্দ্রর উদ্যোগে আয়োজিত এই ফোরামে চীনের ও বিদেশের শিক্ষা মহলের বিশেষজ্ঞরা , শ্রেষ্ঠ শিক্ষকরা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মহলের ব্যক্তিরা শিশুদের ইংরেজ শিক্ষার অবস্থা ও ভবিষ্যত নিয়ে মতবিনিময় করেছেন এবং শিশুদের আগ্রহ বাড়ানোর জন্য শিশুদের ইংরেজ শিক্ষায় উচ্চ প্রযুক্তি ব্যবহারের বিষয় আলোচনা করেছেন।
ইংরেজী ইতোমধ্যে চীনের প্রাথমিক স্কুলগুলোর অন্যতম শিক্ষা বিষয়ে পরিণত হয়েছে । অভিবাবকরা শিশুর ইংরেজ শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেন ।
**' যুক্তরাষ্টের শিল্পকলার তিন শ' বছর 'নামে প্রদর্শনী সাংহাইয়ে প্রদর্শীত
যুক্তরাষ্ট্রের শিল্পকলার তিন শ' বছর নামে একটি বড় আকারের প্রদর্শনী সম্প্রতি সাংহাইয়ের যাদুঘরে শুরু হয়েছে ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সোলোমন আর গুগেনহেইম তহবিল সংস্থা ও সিকাগো ট্রাফাগার শিল্পকলা তহবিল সংস্থা যুক্তরাষ্ট্রের ১৬০টি শিল্পকর্ম সংগ্রহ করেছে । এ সব শিল্পকর্ম যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশ-বাইশটি যাদুঘরে সংরক্ষিত রয়েছে ।
জানা গেছে , এ প্রদর্শনী সাংহাইয়ে দু মাস প্রদশর্নের পর রাশিয়া ও স্পেন প্রভৃতি দেশে প্রদর্শিত হবে ।
|