ঈথিওপিয়ার প্রধানমন্ত্রী মেলেস জেনায়ি ১৮ জুন বলেছেন, সুদানের দার্ফুর সমস্যায় আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের প্রধান ভুমিকা পালন করে, আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘ ও সুদান সরকারের সংলাপের মাধ্যমে দার্ফুর সমস্যা সমাধান করা উচিত।
তিনি সফররত চীন সরকারের দার্ফুর বিষয়ক বিশেষ প্রতিনিধি লিউ কুইচিনের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের সদস্য ও সুদানের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে, ঈথিওপিয়া আশা করে, দার্ফুর সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা হবে। এটা সুদানের সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা সংরক্ষণ, অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা এবং সুদানের শান্তি প্রক্রিয়ার উন্নয়নের অনুকূল।
দার্ফুর সমস্যায় চীন যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের জন্য যে বিরাট প্রচেষ্টা চালাচ্ছে তিনি তার উচ্চ প্রশংসা করেছেন।
লিউ কুইচিন দার্ফুর সমস্যায় চীনের বরাবরকার অভিমত এবং এই সমস্যা সমাধানের জন্য যে গঠনমূলক ভুমিকা পালন করেছে, তা ব্যাখ্যা করেছেন। তিনি ঈথিওপিয়ার চেষ্টার প্রশংসা করেছেন।
|