চীনের রাষ্ট্রীয় পরিষদ সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের নেতৃত্বে বায়ুমন্ডলের পরিবর্তনের মোকাবিলা এবং জ্বালানী সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস সংক্রান্ত জাতীয় নেতৃগ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে । আবহাওয়ার পরিবর্তন এবং জ্বালানী সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাসের ক্ষেত্রে এটি চীনের আরেকটি নতুন পদক্ষেপ ।
এ নেতৃগ্রুপের উপপ্রধান হচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী চেং পেই ইয়ান ও রাষ্ট্রীয় কাউনসিলার থাং চিয়া সুয়ান । চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক মা খাই , পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ওয়ান কাংসহ ২৯জন মন্ত্রী এ নেতৃগ্রুপের সদস্য হিসেবে থাকবেন ।
এ নেতৃগ্রুপের প্রধান কর্তব্য হচ্ছে আবহাওয়ার পরিবর্তনের মোকাবিলায় চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত নীতি ও কর্মপন্থা নির্ধারণ করা , আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা এবং আবহাওয়ার পরিবর্তনের মোকাবিলায় দেখা দেয়া গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের ব্যাপারে সমন্বয় সাধন করা ।
|