হংকং ডাক বিভাগ সোমবার ঘোষণা করেছে , আগামী ১ জুলাই মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উপলক্ষে হংকং ডাক বিভাগ " হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের দশম প্রতিষ্ঠা বার্ষিকী" নামে একসেট স্মারক-ডাকটিকেট প্রকাশ করবে এবং একই সংগে চীনা ডাক বিভাগের সংগে যৌথভাবে " মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী" নামে একটি স্মারক-ডাকটিকেট প্রকাশ করবে ।
জানা গেছে , হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের দশম প্রতিষ্ঠা বার্ষিকী নামক একসেট স্মারক-ডাকটিকেটের মধ্যে রয়েছে ৬টি ডাকটিকেট ও একটি সুভেনির শিট । প্রতিটি ডাকটিকেটে রামধনুর ছাপ দেখতে পাওয়া যাবে । এ ডাকটিকেটগুলোতে গত দশ বছরে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের অর্জিত গুরুত্বপূর্ণ বিকাশ ও সাফল্য লিপিবদ্ধ থাকবে । মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী নামক ডাকটিকেট হবে চীনা ও হংকং ডাক বিভাগের যৌথ উদ্যোগে প্রকাশিতব্য প্রথম ডাকটিকেট ।
|