v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-19 18:15:06    
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যায় পরিবর্তনের নতুন সুযোগ দেখা দিয়েছে

cri
    ১৮ জুন কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত ধারাবাহিক কূটনৈতিক তত্পরতা থেকে প্রতিফলিত হয় যে, এই সমস্যায় পরিবর্তনের নতুন সুযোগ দেখা দিয়েছে।

    এদিন রাশিয়ায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ম্যাকাও-এর ব্যাংকো ডেলটা এশিয়ায় ফ্রীজ করা উত্তর কোরিয়ার অর্থ ইতিমধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তরিত হয়েছে। এদিন আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা উত্তর কোরিয়ার সঙ্গে ইয়ংবিয়ং-এর পরমাণু স্থাপনা বন্ধ করা ও পরমাণু স্থাপনা পরিদর্শনসহ বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনার জন্যে ২৫ জুন উত্তর কোরিয়ায় একটি গ্রুপ পাঠানোর কথা ঘোষণা করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের দলনেতা ক্রিস্টোফর হিল তাঁর চীন সফর শেষ করার আগে সংবাদদাতাদেরকে বলেছেন, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের বিষয়ে আমি আশাবাদি। এরপর হিল তাঁর দক্ষিণ কোরিয়া সফর শুরু করেন। তিনি ছ'পক্ষীয় বৈঠকের দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইয়ুংউ-এর সঙ্গে বৈঠকের পর বলেছেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া আশা করে, উত্তর কোরিয়ায় পরমাণু স্থাপনা বন্ধ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করা হবে। দক্ষিণ কোরিয়ার তথ্য মাধ্যম থেকে জানা গেছে, দক্ষিণ কোরীয় সরকার উত্তর কোরিয়াকে প্রথম কিস্তির ৫০ হাজার টন হেভী ওয়েল জরুরী সাহায্য দেয়ার প্রস্তুতি নিয়েছে।

    এ বছরের ১৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় সম্মেলনে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত "নামক বিবৃতি বাস্তবায়নের প্রাথমিক অভিযান"অভিন্ন দলিলপত্র গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে, উত্তর কোরিয়াকে ৬০ দিনের মধ্যে ইয়ংবিয়ং পরমাণু স্থাপনা বন্ধ করা, আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার পর্যবেক্ষকদেরকে আমন্ত্রণ জানানো এবং বিভিন্ন পক্ষের প্রাথমিক পর্যায়ে উত্তর কোরিয়াকে জরুরী জ্বালানীসম্পদ সাহায্য দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এটি ছ'পক্ষীয় বৈঠক নতুন সময়পর্বে প্রবেশের প্রতীক।

    কিন্তু ম্যাকাও-এর ব্যাংকো ডেলটা এশিয়ায় ফ্রীজ করা উত্তর কোরিয়ার অর্থ সমস্যা নিষ্পত্তি হয়নি বলে উত্তর কোরিয়া ১৪ এপ্রিল ইয়ংবিয়ং পরমাণু স্থাপনা বন্ধ করেনি। বিভিন্ন পক্ষের বারবার আলোচনার মাধ্যমে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অর্থ স্থানান্তরিত সমস্যা সমাধান করতে রাজী হয়েছে।

    জনমত মনে করে, কঠিন পরিস্থিতি সম্মুখীন হয়ে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের অভিন্ন বিবৃতি পালনের ইচ্ছা পরিবর্তন হয়নি।

    উত্তর কোরিয়া বারবার বলেছে, ফ্রীজ করা অর্থ পাওয়ার পর অবিলম্বে পরমাণু কর্মসূচী ত্যাগ করবে এবং আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার পর্যবেক্ষকদেরকে আমন্ত্রণ জানাবে। পেইচিংয়ে উত্তর কোরিয়ার কূটনীতিক ১৮ জুন রাশিয়ার ইন্টার ফ্যাকস বার্তা সংস্থার মাধ্যমে বলেছেন, উত্তর কোরিয়া জুলাই মাসের শেষ দিকে ইয়ংবিয়ং পরমাণু স্থাপনা বন্ধ করবে।

    যুক্তরাষ্ট্রও স্বীকার করে যে, উত্তর কোরিয়ার ফ্রীজ করা অর্থ সমস্যা খুব কঠিন। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে আরো বেশী সময় দেয়ার ইচ্ছা বারবার প্রকাশ করেছে। তা ছাড়া, সাম্প্রতিক দু'মাস ধরে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার "১৩ ফেব্রুয়ারী"অভিন্ন দলিলপত্র বাস্তবায়নে সাধুবাদ প্রকাশ করেছে। এটি দু'দেশের পরস্পরের সঙ্গে যোগাযোগ এবং পরস্পরের মতামত জানার সঙ্গে জড়িত।

    ছ'পক্ষীয় বৈঠকের প্রতিনিধি দলের দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইয়ুংউ ১৮ জুন বলেছেন, পরবর্তী বৈঠকে প্রধানত প্রাথমিক সময়ের সংশ্লিষ্ট ব্যবস্থার রোড ম্যাপ নিয়ে আলোচনা করা হবে। দক্ষিণ কোরিয়ার তথ্যমাধ্যম মনে করে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ং পরমাণু স্থাপনা বন্ধ করা হচ্ছে ২০০৩ সালের প্রথম দিকে ছ'পক্ষীয় বৈঠক শুরু হওয়ার পর থেকে অর্জিত সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু বৈঠকের পরবর্তী কর্তব্য আরো জটিল হবে।

    চীন মনে করে, সংশ্লিষ্ট পক্ষের পরবর্তী পদক্ষেপ হলো: কার্যকরভাবে যার যার প্রতিশ্রুতি মেনে চলা, পরস্পরকে সম্মান দেখানোর ভিত্তিতে সংশ্লিষ্ট সমস্যা সঠিকভাবে সমাধান করা, অভিন্ন দলিলপত্র বাস্তবায়ন করা এবং অব্যাহতভাবে বৈঠককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। চীন আরও আশা করে, বিভিন্ন পক্ষ অব্যাহতভাবে সক্রিয় পদক্ষেপ নিয়ে প্রাথমিক অভিযান বাস্তবায়ন করবে।