v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-19 17:00:57    
আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠান পছন্দ করি

cri
    বাংলাদেশের রাজশাহী জেলার শ্রোতা শ্রী মিলন কুমার বিশ্বাস তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর একজন নিয়মিত শ্রোতা। আপনাদের কাছে নিয়মিত চিঠি পাঠাই। সি আর আই এর বাংলা বিভাগের সব ধরনের তথ্য জেনেছি। জানার পার আমার কাছে আপনাদের কাযর্ক্রম খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমি আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনতে পছন্দ করি। বিশেষ করে 'মুখোমুখি ও মিতালী' । এ দু'টো অনুষ্ঠান আমার প্রিয়। প্রিয় বন্ধু ধন্যবাদ। আশা করি, আপনি আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    জামালপুর জেলার শ্রোতা সবুজ মাহমুদ তাঁর চিঠিতে জানতে লিখেছেন, আমি সি আর আই –এর বাংলা বিভাগের কাছে অনেক পত্র লিখে থাকি কিন্তু সে তুলনায় জবাব পাই কম। কিন্তু বড় বেদনা দায়ক বিষয় হল আমি আজ পযর্ন্ত মুখোমুখি আসারে আমার একটা চিঠিরও জবাব পাইনি। আর তাই আমি মুখোমুখি আসরের জন্য আপনার কাছে একটা প্রশ্ন পাঠাচ্ছি। অনুগ্রহ করে প্রশ্নটির উত্তর দিবেন। প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আপনি বলেছেন, আপনি আমাদের কাছে অনেক চিঠি পাঠিয়েছেন কিন্তু সে তুলনায় জবাব পেয়েছেন কম। এখানে আমাকে একটু ব্যাখ্যা করে বলতে হবে। প্রত্যেক মাসে আমাদের বাংলা বিভাগ হাজার হাজার চিঠি পেয়ে থাকি। এখন মাত্র তিন জন কর্মী নিয়মিত কাজ করার পাশাপাশি চিঠিপত্র বাছাই করছেন। সুতরাং মসয়মতোআমাদের শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিতে পারিনি। এজন্য আমরা খুব দু:খিত। আপনার প্রশ্ন পড়েছি। আগামী সাপ্তাহের মুখোমুখি অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দিবো। কেমন? আশা করি আপনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    রাজশাহী জেলার শ্রোতা মো: হান্নান তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আমি যতগুলো বেতারের অনুষ্ঠান শুনে থাকি তার মধ্যে সি আর আই আমার কাছে সবচেয়ে প্রিয় বেতার। সি আর আই এর খবর সত্য , বস্তনিষ্ঠ এবং টাটকা । বিভিন্ন ধরনের বিনদনমূলক অনুষ্ঠান এ বেতার থেকে প্রচারিত হয়। যা অন্য কোন বেতার প্রচার করতে পরে না। সি আর আই এর একটি বিশেষ গুন রয়েছে। আর তা হল, প্রতিটি শ্রোতাকে সমানভাবে মূল্যায়ন করে থাকে এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাঠিয়ে থাকে। যা অন্য কোন বেতার পারেনা। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার এই চিঠি পড়ে মুগ্ধ হয়েছি। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আপনার মতো শ্রোতা পেয়ে খুব খুশী হয়েছি। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার মতো শ্রোতাদের মতামত দরকার। তাই, নিয়মিত আমাদের সঙ্গে যোগযোগ করবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    কিশোরগঞ্জ জেলার শ্রোতা মো: মোশারফ হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আপনাদের বেতারের অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগে। আমি আপনাদের বেতারের একজন নতুন শ্রোতা হতে চাই। প্রিয় বন্ধু, ধন্যবাদ। আমরা আপনাকে আমাদের একজন শ্রোতা হিসেবে গ্রহণ করেছি। আশা করি এখন থেকে আমাদের অনুষ্ঠান নিযমিত শুনবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।

    ভোলা জেলার শ্রোতা ক্রম এইচ রনি তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই আমার খুব প্রিয় বেতার। প্রতি দিন অনুষ্ঠান শুরু হওয়ার পূর্ব রেডিও নিয়ে অধীর আগ্রহে বসে থাকি। আর ভাবতে থাকি । এ অনুষ্ঠানটি শুনতে কোনদিনও ভূল হয়না। প্রতিটি সুর যেন হৃদয়ের ভেতরে এক রকম আনন্দের স্পর্শ পেয়। চীনের সংগীতও আমার কাছে খুব প্রিয়। আর চীনের সংগীতের সুর আরও ভাল লাগে। অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে এক সপ্তাহের জন্য মন খারাপ করে বসে থাকি। বতর্মানে আপনাদের অনুষ্ঠানের বেশ পরিবর্তন হয়েছে। কিন্তু সুরের ভূবন অনুষ্ঠানের পরিবর্তন না করায় সি আর আই কতৃর্পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত আপনার চিঠি পেয়ে থাকি। সুরের ভূবন আমাদের নিদির্ষ্ট আসর বলে কোন দিন আমাদের অনুষ্ঠানসূচী থেকে মুছে দেবে না। অনেক শ্রোতা আপনার মতো চীনের সংগীত পছন্দ করেন। চীনের সঙ্গীতসত্যিই স্ববৈশিষ্ট্যসম্পন্ন। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। সুরের ভূরন অনুষ্ঠান সম্বন্ধে যদি আপনার কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনাদের পরার্মশ দরকার।

    ঝিনাইদহ জেলার শ্রোতা মো: আব্দুল্লহ আলমামুন তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তজার্তিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি রেডিও ক্লাবের সভাপতি। আমার ক্লাবের সদস্য সংখ্যা ২০ জন। আমরা সবাই নিয়মিত বাংলা অনুষ্ঠান শুনি। বাংলা অনুষ্ঠান শুনে আমরা চীন সম্পর্কে জানতে পারছি। বাংলা অনুষ্ঠান শুনতে শুনতে আমাদের মধ্যে কেউ কেউ চীনা ভাষা কিছুটা শিখছে। আমরা যেহেতু গ্রামের অধিবাসী সেহেতু ঢাকায় গিয়ে চীনা ভাষা শোখার সুযোগ আমাদের কম। তাই বাংলা অনুষ্ঠানের উপরই আমাদের পুরোপুরি ভরসা করতে হয়। এ ব্যাপারে আপনাদের আরও সাহায্য কামনা করছি। আমরা 'আমি-তুমি-সে 'ম্যাগজিন নিয়মিত পেতে চাই। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার মতো শ্রোতা পেয়ে আমরা সত্যিই খুখ খুশী। আপনি এখন একটি ক্লাবের সভাপতি। আশা করি , আপনার ক্লাবের সদস্য সংখ্যা দিন দিন বাড়বে। আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    চাঁপাই নবাবগঞ্জ জেলার শ্রোতা মো: ফয়সাল রহমান সোহেল তাঁর চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে আমি ভিষণ ভিষণ আনন্দিত ও খুশী হয়েছি। নি:সন্দেহে এটি একটি ভাল উদ্বগ। আমি নিয়মিত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। মুখোমুখি, মিতালী ইত্যাদি আমার প্রিয় অনুষ্ঠান। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ। আশা করি আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন। আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্যে আমাদের অবশ্যই খুব প্রচেষ্টা চালাতে হবে। যাতে আপনাদের চাহিদা পুরন করা যায়।

    রাজবাড়ী জেলার শ্রোতা সুমী খাঁন তাঁর চিঠিতে লিখেছেন, এখনকার চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানগুলো সত্যিই মন মাতানো। তারপর বাংলা বিভাগে সালাউদ্দীন সাহেব এসেছেন। একজন চলে যাচ্ছেন আমাদের ছেড়ে অন্যজন এসে সেই শূন্যতা পূরন করে দিতে চলেছেন। আমার ভাবতেও খুব ভাল লাগে। আমি আপনাদের একজন ভক্ত শ্রোতা। আপনাদের অনুষ্ঠান শুনতে আমার খুব ভাল লাগে। আমাদের জন্যে এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্যে ধন্যবাদ। প্রিয় বন্ধু, আপনার মতো শ্রোতা পেয়ে খুব আনন্দিত। আশা করি, আগের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।

    চট্টগ্রাম জেলার শ্রোতা ফাতেমা তাঁর চিঠিতে লিখেছেন, আমি নিয়মিত আপনাদের সব অনুষ্ঠান শুনি । আগে বিভাবে অনুষ্ঠান হতো আমার সম্পূর্ণ জানা না থাকলেও ধরতে অসুবিধা হয়নি যে বহু বছর আগ থেকে এ অনু্ষ্ঠান সম্প্রচার হচ্ছে। তবে এখন অনুষ্ঠানের ধরন পাল্টে গেছে, নতুনত্বও এসেছে। তাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। প্রতিটি অনুষ্ঠানের মান খুব ভাল হচ্ছে। বিশ্বে যতগুলো বাংলা অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে তার মধ্যে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান অন্য রকমের। এক কথায় আমি আপনাদের বাংলা অনুষ্ঠান পছন্দ করি। প্রিয় বন্ধু, ধন্যবাদ । বুঝতে পেরেছি আপনি হয়তো আমাদের একজন নতুন শ্রোতা। সত্যিই আমাদের অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। আগে আধা ঘন্টার অনুষ্ঠান ,কিন্তু ২০০৪ সালের জুলাই মাস থেকে অনুষ্ঠান এক ঘন্টা হয়েছে। মাসে আমরা শ্রোতাদের কাছ থেকে হাজার হাজার চিঠি পেয়ে থাকি। আশা করি আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনার মতো একজন নতুন শ্রোতা পেয়ে খুব খুশী হয়েছি। চিঠি লেখার জন্যে আপনাদে ধন্যবাদ জানাচ্ছি।