৭তম প্যারিস আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনী ১৮ জুন উত্তর প্যারিসের বুর্গেট বিমান বন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রানকোস ফিল্লন প্রদর্শনীর উদ্বোধন করেছেন।
এবারের প্যারিস মহাকাশ প্রদর্শনীতে ১শ' ৪০ ধরনেরও বেশী বিমান প্রদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে বৃহদাকার যাত্রিবাহী বিমান এয়ারবাস এ-৩৮০ ও বোইং-৭৭৭ এবং বহু ধরনের সামরিক জঙ্গী বিমান ও হেলিকপ্টার। তাছাড়া, ইউরোপ ও ফ্রান্সের মহাকাশ ব্যুরো এবং রাশিয়ার মহাকাশ শিল্পপ্রতিষ্ঠানগুলোও এবারের মহাকাশ প্রদর্শনীতে অংশ নিয়েছে। তারা রকেট ও ইন্জিনসহ বিভিন্ন অগ্রণী পণ্যদ্রব্য নিয়ে এসেছেন।
৪২দেশ থেকে ২ হাজারেরও বেশী কারখানা সাতদিনব্যাপী এবারের প্যারিস মহাকাশ প্রদর্শনীতে অংশ নিয়েছে।
প্যারিস মহাকাশ প্রদর্শনী ১৯০৯ সালে শুরু হয়। এটা হচ্ছে বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রভাবিত বিমান ও মহাকাশ সংক্রান্ত বিশেষ প্রদর্শনী।
|