চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৮ জুন পেইচিংয়ে বলেছেন , ফিলিস্তিনের পক্ষগুলো সংঘর্ষ বন্ধ করে সংলাপ ও পরামর্শের মাধ্যমে দুপক্ষের উদ্বেগের সমস্যা সমাধান করবে বলে চীন আশা করে ।
খবরে বলা হয়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিযুক্ত জরুরী সরকার ১৭ জুন শপথ গ্রহণ করেছে । কিন্তু হামাস জরুরী সরকারকে অবৈধ বলে ঘোষণা করেছে ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ছিন কাং বলেছেন , চীন ফিলিস্তেনের পরিস্থিতির ওপর উদ্বেগ প্রকাশ করে । চীন সরকার প্রেসিডেন্ট আব্বাসও ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার বৈধ অবস্থানের সম্মান প্রদর্শন করে । তাই ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ সংঘর্ষ বন্ধ করে সংলাপ ও পরামর্শের মাধ্যমে পরস্পরের উদ্বেগের সমস্যা নিস্পত্তি করবে এবং যৌথভাবে ফিলিস্তিনী জনগণের মোলিক স্বার্থ রক্ষা করার ব্যাপারে চীন আহবান জানায় ।
|