১৮ জুন চীনের সবচেয়ে কমবয়সী কেন্দ্র-শাসিত মহানগর ছোংছিং উদযাপনী সম্মেলন আয়োজন করেছে। চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াংইয়ু সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি আশা করেন ছোংছিং নির্মাণ দ্রুততর করে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বাড়ানো, ইয়াংজি নদী উচ্চ অববাহিকা এলাকার অর্থনৈতিক কেন্দ্র এবং শহর ও গ্রাম সামগ্রিক উন্নয়নের কেন্দ্র-শাসিত মহানগর হবে।
ছোংছিং প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী উপলক্ষে তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ প্রতিনিধিত্ব করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ১০ বছরের কষ্টকর প্রয়াসে, ছোংছিং শহরের অর্থনীতিক, রাজনীতি, সংস্কৃতি ও সমাজসহ বিভিন্ন নির্মাণ কাজ বিশাল সফলতা পেয়েছে। তিনি ছোংছিং আরো ভালোভাবে কেন্দ্রীয় শহরের ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
ছোংছিং দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত। ১৯৯৭ সালের ১৮ জুন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ছোংছিং-এর আয়তন ৮০ হাজারের বেশী বর্গকিলোমিটার এবং লোক সংখ্যা ৩.২ কোটিরেরও বেশী। ছোংছিং হচ্ছে চীনের বৃহত্তম কেন্দ্র-শাসিত মহানগর।
|