চীনা গণ মুক্তি ফৌজের সামরিক বিজ্ঞান একাডেমীর কৌশলগত গবেষণা বিভাগের গবেষক ছেন চৌ ১৮ জুন আমাদের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন , গত দশ বারো বছরে চীনের সামরিক ব্যয় যে একটানাভাবে বেড়েই চলেছে , তার অর্থ এই নয় যে , চীন বৈদেশিক সম্প্রসারণে প্রয়াসী হবে না ।
ছেন চৌ বলেন , ১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত পণ্যের মূল্য বৃদ্ধির উপাদান বিবেচনা না করে চীনের সামরিক ব্যয়ের বার্ষিক বৃদ্ধি হার ৯.৬৪ শতাংশে দাঁড়িয়েছে ।
ছেন চৌ বলেন , গত বছর চীনের সামরিক ব্যয় ৩৬ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । এটি যুক্তরাষ্ট্রের ২০০৬ অর্থ বছরের সামরিক ব্যয়ের ৭.৯ শতাংশ মাত্র । একদিকে সামরিক ব্যক্তিদের বেতন ও জীবনযাপনের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্যে এবং অন্যদিকে সামরিক বাহিনীকে তথ্যায়নের দিকে রূপান্তর সাধন , সামরিক ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া এবং অঐতিহ্যিক নিরাপত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্যে এসব বাড়তি ব্যয় ব্যবহৃত হয়েছে ।
|