সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , এ বছর চীন ৪৩ লাখ কিলোওয়াট ছোট তাপ-চালিত বিদ্যুত যন্ত্রমন্ডল বন্ধ করে দিয়েছে । এটি সারা বছরের বন্ধ করে রাখা পরিকল্পনার অর্ধেক ।
জানা গেছে , চীন সরকার উত্থাপন করেছে যে , ২০১০ সালের মধ্যে চীনের মাথাপিছু জি ডি পির জ্বালানী ক্ষয়ের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে আনতে হবে এবং প্রধান পধান দূষিত পণ্যের নির্গমনের পরিমাণ ১০ শতাংশ কমাতে হবে । জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণের এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে চীন ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ৫ কোটি কিলোওয়াট ছোট তাপ-চালিত বিদ্যুত যন্ত্রমন্ডল বন্ধ করা এবং পরিষ্কার বিদ্যুত শক্তি উন্নয়ন দ্রুততর করার পরিকল্পনা হাতে নিয়েছে ।
২০১০ সাল নাগাদ চীনের বিদ্যুত যন্ত্রপাতির ধারণ ক্ষমতা ৮০ কোটি কিলোওয়াটের কাছাকাছি হবে । এর মধ্যে জলবিদ্যুত , পারমাণবিক বিদ্যুত ও নতুন জ্বালানী-চালিত বিদ্যুতের অনুপাত ৩৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে অনুমাণ কর আ হচ্ছে ।
|