চীন নতুন লংমার্চ বাহন ক্ষেপনাস্ত্র গবেষণা ও নির্মাণের উদ্যোগ নেবে । সফল হলে চীনের লংমার্চ ধারাবাহিক বাহন ক্ষেপনাস্ত্রের বৃহত্তম বাহনক্ষমতা এখনকার ৯.৫ টন থেকে ২৫ টনে উন্নীত হবে । এতে করে শান্তিপূর্ণ উপায়ে বহিরাগত মহাশূণ্য অনুসন্ধান ও ব্যবহারের ক্ষেত্রে চীনের ক্ষমতা বিরাট মাত্রায় বাড়বে ।
সম্প্রতি চীনের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি গোষ্ঠী সূত্রে এ তথ্য জানা গেছে ।
এ গোষ্ঠীর একজন কর্মকর্তা বলেছেন , চীনের নতুন বাহন ক্ষেপনাস্ত্রের বাহনক্ষমতা যেমন বেশি , তেমনি তার নির্ভরশীলতাও বেড়েছে ।
তিনি আরো বলেন , চীন ইতোমধ্যে বাহন ক্ষেপনাস্ত্র উন্নয়নের নিকট ও দূরবর্তী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ।
|