চলতি বছর হচ্ছে চীনা গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। চীনা গণ মুক্তি ফৌজ সামরিক বিজ্ঞান অ্যাকাডেমির সেনাবাহিনীর নির্মাণ গবেষণা বিভাগের সদস্য ইয়ু ছুয়ানশিন ১৮ জুন সি আর আই'র সংবাদদাতাদের দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, চীন এই শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত সেনাবাহিনীর আধুনিকায়ন ও তথ্যায়ন বাস্তবায়নের চেষ্টা করবে।
তিনি বলেছেন, ২১ শতাব্দী হচ্ছে তথ্যায়নের যুগ। তথ্যায়ন যুদ্ধে বিজয় হচ্ছে চীনের সেনাবাহিনীর লক্ষ্য এবং বিশ্বের বহু দেশের লক্ষ্য। বর্তমান চীনের সেনাবাহিনী যান্ত্রিকায়ন ও অর্ধেক যান্ত্রিকায়নের পর্যায়ে রয়েছে। উন্নত দেশের বাহিনীর সঙ্গে অনেক ব্যবধান রয়েছে।
তিনি বলেছেন, বর্তমানে চীনের বাহিনীতে ২৩লাখ সৈন্য রয়েছে। আধুনিকায়নের প্রক্রিয়ায় চীনের বাহিনী সংখ্যা থেকে গুনমান পরিবর্তিত হবে। এই শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত, চীন আধুনিক বাহিনীর নির্মাণ কাজ সম্পন্ন করবে। সেনাবাহিনী ও চীনের অর্থনৈতিক সমাজ এই শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত মৌলিকভাবে আধুনিকায়ন বাস্তবায়নের লক্ষ্য একই।
|