v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-18 16:23:31    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৬/১৮

cri

    চীনের শিক্ষা মন্ত্রণালয়ের বিদেশি অধ্যায়ন পরিসেবা কেন্দ্র, পোল্যান্ডের "ভবিষ্যত সম্ভাবনা" নামক শিক্ষা তহবিল ও পোল্যান্ডে চীনের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম "চীনে অধ্যায়ন" নামক শিক্ষা প্রদর্শনী ১২ জুন ওয়ার্শর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে শুরু হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয় ও ফুডান বিশ্ববিদ্যালয়সহ ১৫টি চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। ১৮ জুন বিজ্ঞান বিচিত্রা আসরে লিলু এই শিক্ষা প্রদর্শনী সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    বর্তমানে চীনে রয়েছে প্রায় ১ কোটি ১০ লাখেরও বেশি বুদ্ধি প্রতিবন্ধী। সরকার ও সমাজের বিভিন্ন মহলের লোকেরা আন্তরিকভাবে তাদের যত্ন নিচ্ছেন। বুদ্ধি প্রতিবন্ধীদের জ্ঞানার্জনের মান সীমিত এবং শ্রমের দক্ষতাও নীচু। তাই বিশেষ শিক্ষা স্কুল থেকে স্নাতক হওয়ার পর তাদের চাকরী পাওয়ার সুযোগ থাকে খুব কম। তাদের অধিকাংশই কেবল বাড়িতে ফিরে বেকার হন এবং সমাজের সঙ্গে যোগাযোগ ও বিনিময়ের অবকাশও তাদের সীমিত। আরো ভালোভাবে তাদের পরিসেবা প্রদানের জন্যে ১০০৫ সালে শাংহাই পৌর সরকার ক্রমেই শহর ও গ্রামাঞ্চলের পাড়ায় পাড়ায় সূর্যালোক পরিবার গড়ে তুলেছে। এ সব পরিবার লেখাপড়ার জন্যে বিনা খরচে বুদ্ধি প্রতিবন্ধীদের ভর্তি করে অথবা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষা দিয়ে থাকে। যাতে তারা সহজে সমাজের সঙ্গে মিশে যেতে পারেন। ২০ জুন সমাজ দর্পন আসরে শি চিং উ এ সম্পর্কে জানাবেন।

    গত কয়েক বছরে চীন কয়েকটি প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পরীক্ষামূলকভাবে জীবনযাপনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু করেছে। এ ব্যবস্থার লক্ষ্য হচ্ছে গুরুতরভাবে অসুস্থ, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ, শ্রমশক্তি হারানো এবং অত্যন্ত খারাপ অবস্থায় বেঁচে থাকা গ্রামাঞ্চলের দরিদ্র গোষ্ঠীকে সহায়তা করা এবং তাদের খাওয়া-পরার সমস্যার সমাধান করা। এ বছরের শুরু থেকে সারা দেশের গ্রামাঞ্চলে জীবনযাপনের সর্বনিম্ন নিশ্চয়তা বিধান ব্যবস্থা চালু করা হবে। এ ব্যবস্থা চীনের ৯০ কোটি কৃষকের জন্যে কী কী উপকার এনে দেবে? ২২ জুন সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ এ সম্পর্কে কিছু বলবেন।

    দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার হোংসান পাহাড়ের উপরে বিশ্ব-বিশ্রুত পোতালা ভবন দাঁড়িয়ে আছে। তিব্বতীদের এই অমূল্য ঐশ্বর্য সুরক্ষা করা এবং বিশ্ব জনগণের সামনে এই মনোরম ভবনের সৌন্দর্য তুলে ধরার জন্য গত কয়েক দশক ধরে পোতালা ভবনের কর্মী ও সন্ন্যাসীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২৩ জুন ওরা অনন্য আসরে থান ইয়াও খাং এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।