v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-18 16:53:50    
চীনের দশম বৈজ্ঞানিক শিল্প মেলা দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে

cri

     সম্প্রতি ২০০৭ সালে চীনের দশম বৈজ্ঞানিক শিল্প মেলা পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছিলো এবারের মেলা তার স্থান ও অংশগ্রহণকারীদের সংখ্যার দিক থেকে পূর্ববর্তী সকল রেকর্ড ছাড়িয়ে এর নতুন রেকর্ড সৃষ্টি করেছে। একই সঙ্গে চীনে রান্না করতে পারে এমন রোবর্ট, বিশেষ করে এসব কর্মক্ষমতা সম্পন্ন পণ্যগুলো এবারের মেলায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।

    এবারের মেলায় রান্না করতে পারে এমন রোবর্ট অনেক অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এ সংশ্লিষ্ট একজন প্রধান কর্মকর্তা ছেন ফাং বিষয়টি ব্যাখ্যা করার সময় বলেছেন, সংশ্লিষ্ট রোবর্ট শাক-সবজি ভাজাসহ নিজেই অনেক সুস্বাদু খাবার রান্না করতে পারে। আসলে, রোবর্টের রান্না করার ব্যাপারে সবচে' গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তার কম্পিউটার নির্দিষ্ট মেনুর বিষয়টি অনুযায়ী নিজেই খাবার তৈরীর কাজ শেষ করা । বর্তমানে এ ধরণের রোবর্ন্ট কয়েক শো ধরণের খাবার রান্না করতে সক্ষম হয়েছে। ছেন ফাং বলেছেন, " রান্নার সংশ্লিষ্ট সব মেনু কম্পিউটারের ভেতরে সংরক্ষণ করা থাকে। আপনি নির্ধারিত কোন একটি খাবার পছন্দ করলে, রোবর্ট কম্পিউটার থেকে সেই খাবারটি বাছাই করে নিশ্চিতভাবে আপনার পছন্দটামত রান্না করতে পারে।"

    তিনি আরো বলেছেন, এ নতুন ধরণের রোবর্ট তার সংশ্লিষ্ট কম্পিউটারের সম্মৃতি থেকে ধারণা নিয়ে খুবই সহজেই মাংস সংক্রান্ত খাবার রান্না করতে পারে। এ খাবার রান্নার জন্য সাধারণত সাত বা আট মিনিট এবং শাক-সবজি সংক্রান্ত খাবার রান্না করতে মাত্র তিন মিনিট সময়ই যথেষ্ট । এর সবচে' সুবিধা জনক দিক হচ্ছে এ রান্না খুবই পরিষ্কার কোন সংশ্লিষ্ট ধূয়া নেই।

    এ অবস্থা দেখে পেইচিংয়ের একজন অধিবাসী চেং হুং বলেছেন, এ যাবত কালে তাঁর দেখা সব জিনিসের মধ্যে সর্বোচ্চ অত্যাধুনিক পণ্য। তিনি বলেন" আগে, আমি কখনও এ ধরণের রোবর্ট দেখিনি। এটি খুবই নতুন, সুবিধাজনক এবং অদ্ভূত। এ থেকে বুঝা যায় যে, আমাদের প্রযুক্তির মান একটি নতুন পর্যায়ে উন্নত হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো মানুষের পরিবর্তে সহজেই কাজে লাগানোয় সক্ষম হয়েছে। আমি মনে করি, এটি তরুণ-তরুনীদের জন্য বেশি সুবিধা বসে আনতে পারে বলে অনুমান করা হচ্ছে। তারা সকালে কাজের জন্য বাইরে যাওয়ার আগে নিজের পছন্দ অনুযায়ী বাছাই করে রেখে গেলে , এ রোবর্টের ভেতরে রান্না করে রাখা খাবার দুপুরে বাসায় ফিরে যাওয়া যাবে।"

    চেং ভাইর কথার মতো চীনের বৈজ্ঞানিক উন্নয়ন আমাদের জীবনে বিরাট পরিবর্তনের বিষয় এনে দিয়েছে। আগে অনেক জিনিস সম্পর্কেই কোন বোধ কাঁটাতে না, এখন সবকিছু ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। বিজ্ঞান নাগরিক জীবনে প্রবেশ করার ব্যাপারে চেং ভাই আস্থাবান। তিনি বলেছেন, এবারের মেলার সংশ্লিষ্ট কিছু কিছু পণ্য নিশ্চয়ই বিভিন্ন পরিবারে দেখা দেবে বলে অনুমান করা হচ্ছে।

    এবারের পেইচিং বৈজ্ঞানিক শিল্প মেলার মোট ১০টি প্রদর্শনী কেন্দ্র রয়েছে। এর অনেক পণ্যগুলো " পেইচিং অলিম্পিক গেমস----২০০৮"-এর সংশ্লিষ্ট প্রযুক্তি ও সাজ-সরঞ্জামের সঙ্গে সম্পর্কিত। এ জন্য যা বেশি অংশগ্রহণকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। এ ব্যাপারে অনেক বিষয়ই মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সর্বোচ্চ বৈজ্ঞানিক পণ্যগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে এর উপর অনেক অংশগ্রহণকারীই সদা বেশি সজাগ দৃষ্টি রেখেছে।

    চীনের পূর্বাঞ্চলের চিয়াং সু প্রদেশের অধিবাসী ছেং ফেং পেইচিংয়ে তার আত্মীয়স্বজনকে দেখার পাশা পাশি এবারের বৈজ্ঞানিক শিল্প মেলায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন । তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, তিনি কয়েকটি প্রদর্শনীয় কেন্দ্রে গিয়ে ঘুরে ঘুরে দেখেছেন। একই সঙ্গে তাঁর অনেক সচেতনাতাও বেড়েছে। তবে মানুষের দৈনন্দিন জীবনের কিছু বৈজ্ঞানিক পণ্যের সঙ্গে সম্পর্ক রাখতেই বেশী সচেষ্ট। তিনি বলেছেন:" আমি শুধু তিনটি প্রদর্শনী কেন্দ্রের সংশ্লিষ্ট পণ্যগুলো দেখিছি । সবচে' উল্লেখযোগ্য হচ্ছে যে, মানুষের দৈনন্দিন জীবনে কিছু কিছু বৈজ্ঞানিক পণ্যের সঙ্গে পরিচিত হওয়া । আমি চিন্তা করে দেখেছি যে, ভবিষ্যতে নিশ্চয়ই এসব সংশ্লিষ্ট পণ্য ব্যবহার করতে পায়বো বলে অনুমান করা হচ্ছে।"

    চীন সরকার অব্যাহতভাবে চীনা বৈজ্ঞানিক শিল্প মেলার উন্নয়নে সংশ্লিষ্ট পুঁজি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের গুরুত্ব অনুযায়ী দ্রুতভাবে একটি প্রযুক্তিগত সৃজনশীল সিস্টেমও প্রতিষ্ঠা করবে ।