১৭ জুন সুদানের পররাষ্ট্রমন্ত্রী লাম আকল আজাওয়িন আগনদিত আগনন্দিত খার্তুমে বলেছেন, সুদান সরকার সম্প্রতি জাতিসংঘ এবং আফ্রিকান লীগের মধ্যে স্বাক্ষরিত পশ্চিম দারফুর অঞ্চলে যৌথ শান্তিরক্ষী মোতায়েন সম্পর্কিত চুক্তি মেনে চলবে ।
তিনি সফররত নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন । তিনি বলেছেন, সুদান সরকার ,জাতিসংঘ এবং আফ্রিকান লীগের যৌথভাবে শান্তিরক্ষী মোতায়েন সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করা বিভিন্ন পক্ষের সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিয়েছে । তিনি উল্লেখ করেছেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে যে দারফুর সমস্যা সামরিক পদ্ধতিতে সমাধান করা সম্ভব নয় । কেবল রাজনৈতিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সংলাপের মাধ্যমে সমাধান করা হবে ।
নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্য, জাতিসংঘে বৃটেনের স্থায়ী প্রতিনিধি জনস পারি জোর দিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদের এ চুক্তি বাস্তবায়নের জন্য অনুকূল অবস্থা বিরাজ করছে । জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার স্থায়ী প্রতিনিধি দুমিসানি কুমালো বলেছেন, প্রতিনিধি দলের সুদান সফরের উদ্দেশ্য হল নিরাপত্তা পরিষদের সুদানের শান্তি ও স্বাধীনতাকে সমর্থন ও সম্মান করার কথা প্রকাশ করা ।
|