১৭ জুন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেছেন, পাকিস্তান ও চীনের সার্বিক সহযোগিতা সম্প্রসারিত হলে তা হবে আঞ্চলিক ও বিশ্বের শান্তির জন্য সহায়ক ।
পাকিস্তানে চীনা দূতাবাস আজিজের সফল চীন সফর উদযাপনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, চীন হচ্ছে পাকিস্তানের সবচেয়ে শ্রদ্ধার, আস্থার ও পছন্দের দেশ । সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের অভিন্ন স্বার্থ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে । দু'পক্ষের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো সম্প্রসারিত হয়েছে । পাকিস্তান চীনের অর্থনীতির উন্নয়নে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে ।
পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত লুও চাও হুই চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী আজিজকে চীন সফরের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং দু'দেশের সম্পর্কের উন্নয়নে আজিজের চমত্কার অবদানের জন্যও ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন, দু'দেশের সরকার ইতিবাচক ব্যবস্থা নিয়ে দু'পক্ষের স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি বাস্তবায়ন করছে ।
|