সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকেরএকটি রিপোর্টে বলা হয়েছে, ১৯৯৭ সালে এশিয়ার অর্থনৈতিক সংকটের পর পূর্ব এশিয়ার অর্থনীতি উন্নয়ন বন্ধ না হয়ে ববঞ্চ তা কার্যকরভাবে বৃদ্ধি পেয়েছে এবং চীন পূর্ব এশিয়ার অর্থনীতি উন্নয়নের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে ।
রিপোর্টে আরো বলা হয়েছে, পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জন্য চীন হচ্ছে তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারি দেশ । চীন হচ্ছে জাপানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানী বাজার এবং দক্ষিণ কোরিয়ায় বৃহত্তম রপ্তানী বাজার । পূর্ব এশিয়ায় আমাদানীর পরিমাণ চীনের মোট আমদানীর পরিমাণের অর্ধেকেরও বেশি । বিশেষ করে ২০০১ সালের নভেম্বর মাসে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার পর , চীনের দ্রুত উন্নত বাজার এশিয় দেশগুলোর রপ্তানীর ক্ষেত্রে অনেক সুযোগ এনে দিয়েছে ।
দ্রুত উন্নত বাণিজ্যিক মূল্য ছাড়াও পূর্ব এশিয়ার দেশগুলো চীনা শিল্প প্রতিষ্ঠানের বিদেশী পুঁজি বিনিয়োগে স্থানেও পরিণত হয়েছে । বাণিজ্য এবং বিদেশী পুঁজি বিনিয়োগ হচ্ছে পূর্ব এশিয় অঞ্চলের অর্থনীতি উন্নয়নের শীর্ষ শক্তি ।
|