১৭ জুন তিনদিনব্যাপী ই.ইউ.'র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন লুক্সেম্বার্গে অনুষ্ঠিত হয়েছে । এর উদ্দেশ্য হল ই.ইউ. সংবিধানের পুনরায় প্রণয়নের জন্য মতামতের সমন্বয় করা ।
কূটনীতি ও আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বসহ লুক্সেম্বার্গের উপপ্রধানমন্ত্রী জিন আসেলবর্ন বলেছেন, তিনি ২১ জুন অনুষ্ঠিতব্য ই.ইউ.'র শীর্ষ সম্মেলনে সংবিধান পুনরায় প্রণয়ন সংক্রান্ত রোডম্যাপের প্রতি আশাবাদী ।
পরিকল্পনা অনুযায়ী ই.ইউ.'র পালাক্রমিক চেয়ারম্যানদেশ জার্মানী এবারের শীর্ষ সম্মেলনে ই.ইউ.'র সংবিধানের পুনরায় প্রণয়ন সংক্রান্ত একটি বিস্তারিত রোডম্যাপ দাখিল করবে । তবে পোল্যান্ড, বৃটেন, চেক প্রজাতন্ত্র এবং হল্যান্ড এ রোডম্যাপের বিরোধীতা করছে ।
|