বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাস্কাল লামি ১৭ জুন পেইচিং-এ পৌঁছে, চারদিনব্যাপী চীন সফর শুরু করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, তার সফরের লক্ষ্য হচ্ছে দোহা রাউণ্ড বিশ্ব বাণিজ্য আলোচনা ত্বরান্বিত করা।
সফরকালে তিনি বাণিজ্যমন্ত্রণালয়, অর্থমন্ত্রী, চীনা গণ ব্যাংক, জাতীয় মেধা-স্বত্ব ব্যুরোসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিদ্যালয়ে ভাষণ দেবেন।
সফরের আগে সংবাদদাতাদের দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে তিনি বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য। প্রতি বছর তিনি চীন দুয়েক বার সফর করেন। বর্তমান দোহা রাউণ্ড বিশ্ব বাণিজ্য আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করার অবস্থায়, তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি লাভ করতে ইচ্ছুক।
|