১৬ জুন চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর একটি অধিবেশনে গণ সাংস্কৃতিক পরিসেবা ব্যবস্থাজোরদার করার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে । অধিবেশনে অংশগ্রহনকারীরা মনে করেন , গণ সাংস্কৃতিক পরিসেবা ব্যবস্থা জোরদার অত্যন্ত প্রয়োজনীয় । প্রাথমিক স্তরগুলো , পল্লী অঞ্চল ও পশ্চিম অঞ্চলে সংস্কৃতি প্রচার ব্যবস্থা জোরদার করা উচিত । এই কাজে সরকারের সমর্থনে সমাজের বিভিন্ন মহলের ব্যক্তিরা অংশ নেবেন । যাতে চীনের রাজনীতি , অর্থনীতি ও সংস্কৃতির সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন তরান্বিত হবে।
চীনে সংস্কৃতি প্রচারের কাজ জোরদার করার জন্য পল্লী অঞ্চলের প্রতিটি গ্রামে বেতার অনুষ্ঠান শোনা ও টেলিভিশন দেখার সমস্যা সমাধান করতে হবে , গ্রামাঞ্চলের সাংস্কৃতিক জীবন সমৃদ্ধ করার জন্য গ্রামে সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার প্রতিষ্ঠার ব্যবস্থা নিতে হবে এবং গ্রামীন চলচ্চিত্র প্রদর্শন দল গঠন করতে হবে ।
|