মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ১৫ জুন বলেছেন, বর্তমান ইরাক ও আফগানিস্তানে প্রায় ১.৮ লাখ মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। এর মধ্যে ইরাকে প্রায় ১লাখ ৫৩ হাজার ৬শ' এবং আফগানিস্তানে প্রায় ২৬ হাজার। তাছাড়া, কোসোভো এলাকায় ১ হাজার ৫৮০রও বেশী মার্কিন সামরিক কর্মকর্তা রয়েছে। এ সংখ্যা ন্যাটোর নেতৃত্বে কোসোভো আন্তর্জাতিক শান্তি রক্ষী বাহিনীর প্রায় ১০ শতাংশ।
সিনেটের অস্থায়ী স্পীকার রবার্ট বার্ট এবং প্রতিনিধি পরিষদের স্পীকার নানসি পেলোসিকে পাঠানো একটি চিঠিতে বুশ এ সংখ্যা উল্লেখ করেছেন।
অন্য খবরে প্রকাশ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ১৫ জুন সন্ধ্যায় আকস্মিক ইরাক সফর করেন। তিনি সফরসংগী সাংবাদদাতাদের কাছে বর্তমান ইরাক পরিস্থিতির নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি আশা করেন, ১৩ জুন সংঘটিত আলি আল-হাদি মসজিদে হামলা ইরাকের রাজনৈতিক প্রক্রিয়া স্থগিত করবে না।
|