পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ১৪ জুন বলেছে, অলিম্পিক গ্রাম গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট পক্ষের উচিত অলিম্পিক গেমসের নান ক্ষেত্রের সেবার বিয়ষটি জোরদার করা।
জানা গেছে, ক্রীড়া গ্রাম ও দু'টি সংবাদ-মাধ্যম নিয়ে গঠিত অলিম্পিক গ্রাম হচ্ছে "পেইচিং অলিম্পিক --২০০৮" অনুষ্ঠিতব্য সময়ে সংশ্লিষ্ট ক্রীড়া, প্রতিনিধি দলের কর্মকর্তা এবং সংবাদ-মাধ্যমকের বসবাস করার স্থান। এ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, সাক্ষাত্কার এবং পুঃসম্প্রচারের বিষয়টি ছাড়াও, তারা অধিকাংশ সময় অলিম্পিক গ্রামে কাটাতে পারবেন।
আরো জানা গেছে, বর্তমানে অলিম্পিক গ্রাম এবং প্রতিবন্ধী অলিম্পিক গ্রামের প্রাথমিক ডিজাইনের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এখন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের স্থাপনার কাজ আরও চলছে।
|