v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-15 20:27:29    
যুক্তরাষ্ট্রে জ্বালানী সম্পদ সাশ্রয় ক্ষেত্রে প্রচেষ্টা চালাছে

cri

    যুক্তরাষ্ট্র হচ্ছে জ্বালানী সম্পদ ব্যবহারকারী দেশগুলোর মধ্যে একটি বিরাট দেশ। আগে যুক্তরাষ্ট্রের তেল , বিদ্যুত্ এবং পানিসহ ক্ষেত্রে ব্যবহারের পরিমান প্রচুর বলে এ ব্যাপারে মার্কিন অধিবাসীদের খুবই কম চেতনা রয়েছিল। তবে বিশ্বের তেলের দাম দিন দিন বৃদ্ধির পরিস্থিতিতে মার্কিন সরকার সংশ্লিষ্ট জ্বালানীসম্পদ সাশ্রয়ের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

    মার্কিন জ্বালানীসম্পদ মন্ত্রণালয়ের " জ্বালানীসম্পদ ও পুনঃব্যবহার্য জ্বালানীসম্পদ সংক্রান্ত অফিস"এর ওয়েব-সাইটে লেখা হয়েছে জ্বালানীসম্পদ সমস্যা সম্পর্কিত মার্কিন প্রেসিডেন্ট বুশের এক আহ্বানঃ " আমাদের আমদানিকৃত জ্বালানীসম্পদের প্রতি নির্ভরশীলতার মতো হচ্ছে মার্কিন জনগণ সবাইর মাথার উপর প্রবৃদ্ধি এক শুল্ক প্রদান করা। এ জন্য আমরা প্রতিদিন এর সংশ্লিষ্ট খরচ বহন করছি। উল্লেখ্য, এ সংখ্যা আরও অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বুঝা যায় যে, জ্বালানীসম্পদ সাশ্রয়ের ওপর যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্ব দিয়েছে। প্রতিবছর মার্কিন তেল ব্যবহারের মোট পরিমান পৌঁছেছে প্রায় ৬০ শতাংশে আমদানিকৃত তেল। গতবছর আমদানিকৃত তেলের মোট খরচ হয়েছে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। তাই মার্কিন জ্বালানীসম্পদ মন্ত্রী এ কথা বলেছেন: " জ্বালানীসম্পদকে আমাদের আরো আপচয়ের সময় নেই।"

    এ জন্য মার্কিন জ্বালানীসম্পদ মন্ত্রণালয় জ্বালানীসম্পদের সাশ্রয় সংক্রান্ত বিস্তারিত নীতি নির্ধারিত হয়েছে। যাতে বিভিন্ন ক্ষেত্রে জ্বালানীসম্পদের সাশ্রয়ের বিষয়টি ত্বরান্বিত করা যায়। এখন মার্কিন শিল্প সংক্রান্ত নির্মাতা কারখানার সংশ্লিষ্ট সাজ-সরঞ্জামের জ্বালানীসম্পদ সাশ্রয়ের অবস্থা জরীপ করছে। এ ব্যাপারে জ্বালানীসম্পদ সাশ্রয়ের ব্যক্তিগত পরিকল্পনায় অন্তর্ভূক্ত বসবাস, গাড়ি এবং কাজকর্ম সংস্থাসহ বিভিন্ন ক্ষেত্রের বিষয় রয়েছে। যেমন, বাসবাস ক্ষেত্রে মানুষকে জ্বালানীসম্পদের সাশ্রয় সংক্রান্ত বিদ্যুত্ সাস-সরঞ্জাম কেনার প্রস্তাব করেছে। পরিবারের তাপায়ন ক্ষেত্রে মানুষকে রোদসম্পদ ব্যবহারের উত্সাহ দিয়েছে।

    আসলে, মার্কিন তেলের ৬৬ শতাংশ সব দেশের পরিবহন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এ জন্য মার্কিন অধিবাসীদের ৬৩ শতাংশ নাগরিক দৈনন্দিন গাড়ি করার সংখ্যা কমিয়েছে। জ্বালানীসম্পদ মন্ত্রণালয় নাগরিককে গাড়ি কেনার সময় প্রাথমিকভাবে পেট্রোল সংক্রান্ত ব্যবহারের মাত্রা বিবেচনা করার আবেদন জানিয়েছে। এ জন্য কিছু কিছু পেট্রোল সাশ্রয় সংক্রান্ত গাড়ির বিক্রীর পরিমাণ বেশি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন অধিবাসীও গাড়ি কেনার সময় পেট্রোল সাশ্রয় প্রযুক্তির উপর তারা বেশি সজাগ দৃষ্টি রাখছেন।

    পরিসংখ্যান থেকে জানা গেছে, একটি দৃষ্টিদান্তমূলক মার্কিন পরিবারের বার্ষিক জ্বালানীসম্পদের ব্যবহারের খরচ বেড়েছে ১ হাজার ৬ শোর মার্কিন ডলার। এর মধ্যে নিশ্চিয় রয়েছে আপচয়ের বিষয়টি। তাই মার্কিন সরকারের জ্বালানীসম্পদ সাশ্রয় সংক্রান্ত সংস্থার সংশ্লিষ্ট এক আবেদনে বলা হয়েছে যে, জ্বালানীসম্পদের সাশ্রয় হচ্ছে তোমার টাকা জমা দেয়া।