শাংহাই বিশ্ব মেলার সমন্বয় ব্যুরো ১৫ জুন ঘোষণা করেছে , ১৪ জুন পর্যন্ত ১৫০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা শাংহাই বিশ্ব মেলা-২০১০ অংশগ্রহণের আবেদন জানিয়েছে ।
এ সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে আফ্রিকার ৪২টি দেশ , এশিয়ার ৩৪টি দেশ , ইউরোপের ৩৩টি দেশ , আমেরিকার ১৫টি দেশ ও ওসেনিয়ার ৯টি দেশসহ মোট ১৩৩টি সার্বভৌম দেশ আছে । ১৭টি আন্তর্জাতিক সংস্থার মধ্যে জাতিসংঘ , অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাসহ আন্তঃসরকারী আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বেসরকারী সংস্থাও অন্তর্ভুক্ত রয়েছে ।
চীন সরকার এবারের বিশ্ব মেলার স্বাগতিক দেশ হিসেবে ২০০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণ এবং মেলা দেখার জন্য ৭ কোটি অতিথিকে আমন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছে । এই দুটো লক্ষ্যমাত্রা দেড় শো বছর পুরনো বিশ্ব মেলার সর্বোচ্চ নজির স্থাপন করেছে ।
|