তিন দিনব্যাপী চীনের একাদশ আন্তর্জাতিক সফটওয়্যার মেলা ১৪ জুন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে ।
এবারের মেলার মেঝের আয়তন ২০ হাজার বর্গ মিটার । মেলাটিতে সফটওয়্যার শিল্প বিষয়ক উদ্ভাবনের নানা রকম সফটওয়্যার পণ্যদ্রব্য প্রদর্শিত হচ্ছে । এ ছাড়াও মেলাটিতে চীনের সফটওয়্যার ও তথ্য পরিসেবার উন্নয়ন সংক্রান্ত শীর্ষ ফোরামসহ ১১টি ফোরামও অনুষ্ঠিত হবে ।
পরিসংখ্যান অনুযায়ী , ২০০৬ সালে চীনের সফটওয়্যার বাজারে বিক্রয়ের মূল্য ৪৮০ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায় , সফটওয়্যার পণ্যদ্রব্যের রফতানি ও বৈদেশিক পরিসেবার মূল্য ৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছে এবং বেশ কয়েকটি ক্ষেত্রে চীন স্বাধীন মেধাস্বত্বের পণ্যদ্রব্যের অধিকার লাভ করেছে ।
১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চীনে একটানা ১০টি আন্তর্জাতিক সফটওয়্যার মেলা অনুষ্ঠিত হয়েছে । এ সব সফটওয়্যার মেলায় চীনের বৃহত্তম ও সবচেয়ে প্রসিদ্ধ সফটওয়্যার পণ্যদ্রব্য প্রদর্শিত হয়েছে ।
|