চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৫ জুন পেইচিংয়ে বলেছেন , সফররত দালাই লামাকে সাক্ষাত্ দানের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হোওয়ার্ডের প্রতি চীন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে তার বিরোধীতা করেছে ।
সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধান মন্ত্রী জন হাওয়ার্ড অস্ট্রেলিয়ায় দালাই লামাকে সাক্ষাত্ দান করেছেন । এ সম্পর্কে সংবাদদাতার প্রশ্নের উত্তরে ছিন কান এ কথা বলেছেন ।
ছিন কাং বলেছেন , দালাই লামা দীর্ঘকাল ধরে ধর্মের ছদ্মবেশে মাতৃভূমিকে বিভক্ত করার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । দালাই লামা কোন দেশে মাতৃভূমিকে বিভক্ত করার যে অপচেষ্টা চালান , চীন বরাবরই দৃঢ়ভাবে তার বিরোধীতা করে । অস্ট্রেলিয়া সরকার অস্ট্রেলিয়া সফরের জন্য দালাই লামাকে যে অনুমতি দিয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাকে যে সাক্ষাত্ দান করেছেন , এটা নগ্নভাবে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল । এতে চীন তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং দৃঢ়ভাবে তার বিরোধীতা করছে ।
|