১৫ জুন পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ১৪ জুন সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে নয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সামরিক পুলিশ রয়েছে।
পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, এসব সামরিক পুলিশ ছুটি শেষে সেনানিবাসে ফিরে আসার পথে বিস্ফোরণের শিকার হয়। বোমা বিস্ফোরণে পাঁচজন নিরীহ নাগরিকও হতাহত হয়েছে। আহতদের দুজনের অবস্থা আশংকাজনক।
ঘটনার পর বেলুচিস্তান মুক্তি বাহিনীর মুখপাত্র টেলিফোনে এই ঘটনার দায়িত্ব স্বীকার করেছেন। গত বছর পাকিস্তান সরকার বেলুচিস্তান মুক্তি বাহিনীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করেছে।
|