১৫ জুন মার্কিন জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের শুল্ক সীমান্ত সংরক্ষণ ব্যুরোর প্রধান রাল্ফ বাশাম পেইচিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পেইচিং অলিম্পিক গেমস--২০০৮'এ নিরাপত্তা সহায়তা প্রদানে ইচ্ছুক।
চীনে মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, তাঁরা চীনের গণ নিরাপত্তা বিভাগের সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি ও চলাকালীণ সময় সাহায্যের ব্যাপারে মত বিনিময় করেছেন ।
এবারের চীন সফরে তাঁর উদ্দেশ্য হল চীনের সঙ্গে দু'দেশের নিরাপত্তা ক্ষেত্রের সহযোগিতা নিয়ে আলোচনা করা । এর মধ্যে রয়েছে সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ চেইনের নিরাপত্তা সুনিশ্চিত করা ।
|