১৫ জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ্ মো হিউন " হানকিওরিহ পত্রিকায়" বলেছেন, কোরিয় উপদ্বীপের পরমাণু সংক্রান্ত সমস্যায় অগ্রগতি অর্জিত হলে ,তিনি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইলের সঙ্গে সাক্ষাত্ করতে ইচ্ছুক।যাতে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন করা যায়।
রোহ্ মো হিউন বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু বন্ধ করার প্রতিশ্রুতি মেনে চলার সঙ্গে সঙ্গে দু'দেশের শীর্ষ বৈঠক করার প্রস্তাব উপস্থাপিত হলে, তিনি তাঁর কার্যমেয়াদে দু'পক্ষের শীর্ষ বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, উত্তর কোরিয়ার আটককৃত অর্থ সংক্রান্ত সমস্যা সুষ্ঠুভাবে সমাধান হয়, তাহলে এ বছর ১৫ আগস্ট হচ্ছে দু'পক্ষের শীর্ষ বৈঠকের একটি উপযুক্ত সময়।
প্রেসিডেন্ট হিসেবে রোহ্ মো হিউনের মেয়াদ ২০০৮ সালের ফেব্রুয়ারী মাসে শেষ হবে।
|