১৪ জুন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সীন ম্যাকর্কম্যাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে , যুক্তরাষ্ট্র ম্যাকাও ব্যাংকে আটককৃত উত্তর কোরীয় আড়াই কোটি মার্কিন ডলার অর্থ ফেরত দেয়ার সমস্যা শীঘ্রই নিষ্পত্তি করা যাবে । এতে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরু হবে ।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আশা করে, উত্তর কোরিয়ার আটককৃত অর্থ সমস্যা সমাধান করার পর ,উত্তর কোরিয়া চলিত বছরে স্বাক্ষরিত ১৩ ফেব্রুয়ারী দলিল কার্যকর করবে ।
তিনি ঘোষণা করেছেন , মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী , ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টোফার হিল ১৮ থেকে ২০ জুন পর্যন্ত চীন , দক্ষিণ কোরিয়া এবং জাপান সফর করে ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরু নিয়ে আলোচনা করবেন ।
|