গত বছরের পয়লা জুলাই ছিংহাই-তিব্বত রেল পথ চালু হওয়ার পর তিব্বতের পর্যটন শিল্প দ্রুত উন্নয়নের যুগে প্রবেশ করেছে। তিব্বতের কৃষি ও পশুপালন এলাকার লোক পর্যটন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।
গত বছর তিব্বত ২৫ লাখ পার্সন-টাইমস পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে। গত পাঁচ মাসে ৬.৭ লাখ পর্যটককে অভ্যর্থনা জানিয়েছে। এই সংখ্যা গত বছরের তুলানায় প্রায় ৭০ শতাংশ বেশি। তিব্বতের বহু গ্রামে কৃষক নিজেদের বাড়িতে হোটেল নির্মাণ করেছে এবং তিব্বতের ম্মারক পণ্য বিক্রয় করছে।
তিব্বতের পর্যটন ব্যুরোর পরিসংখ্যান সূত্রে জানা গেছে, ২০০৬ সালে তিব্বতের পর্যটন ক্ষেত্রে পরিসেবা দেয়া কৃষকের সংখ্যা ২৯ হাজার। বর্তমানে তিব্বত সংশ্লিষ্ট নীতিমালা বিশেষভাবে প্রণয়ন করেছে। যাতে কৃষকদের বহু পদ্ধতির মাধ্যমে পর্যটন সংক্রান্ত পরিসেবা সম্পর্কে উত্সাহ দেয়া যায়।
|