১৪ জুন একদিনব্যাপী ১৭তম আনদিয়ান কমিটির প্রেসিডেন্ট পরিষদ সম্মেলন বোলিভিয়ার দক্ষিণাঞ্চলের তারিজায় শেষ হয়েছে । সম্মেলনের পর পরই প্রকাশিত 'তারিজা বিবৃতি'তে বলা হয়েছে , আনদিয়ান কমিটির সদস্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে ই.ইউ.'র সঙ্গে অবাধ বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে ।
বিবৃতিতে বলা হয়েছে, দু'পক্ষের মধ্যে আলোচনার শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। তা হবে দুই অঞ্চলের সম্পর্কের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । দু'পক্ষ অবাধ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করলে দুই অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও সমাজের অগ্রগতির তা হবে জন্য সহায়ক ।
সম্মেলনে বিভিন্ন দেশের নেতৃবৃন্দও আনদিয়ান কমিটির দেশুগুলো এবং ই.ইউ.'র মধ্যে চালানো অবাধ বাণিজ্যিক আলোচনা এবং আনদীয়ন কমিটির অভ্যন্তরীণ ঐক্যবদ্ধ ও সহযোগিতার জোরদার করা নিয়ে আলোচনা করেছেন ।
সম্মেলনে চিলিকে আনুষ্ঠানিকভাবে সদস্য দেশ হিসেবে পুনরায় কমিটিতে যোগ দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়েছে । চিলি সাবেক আনদিয়ান গ্রুপের সদস্য ছিল । ১৯৭৬ সালে চিলি এ সংস্থা থেকে পদত্যাগ করেছে ।
|